রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
জাগো হে কওমি তারুণ‍্য! রাতেই ঢাকাসহ তিন অঞ্চলে ঝড়ের আভাস অর্থনীতির মূল লক্ষ্য হতে হবে উদ্বৃত্ত সৃষ্টি: বাণিজ্য উপদেষ্টা চবির আরবি বিভাগের নতুন সভাপতি অধ্যাপক ড. গিয়াস উদ্দিন তালুকদার ডেঙ্গুতে একদিনে ১২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৪০ সিরাতকে ধারণের মাধ্যমেই সত্যিকার পরিবর্তন সম্ভব: ধর্ম উপদেষ্টা সিরাতুন্নবী (সা.) সাধারণ জ্ঞান প্রতিযোগিতার লাইভ ড্র অনুষ্ঠান ২৩ সেপ্টেম্বর জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সিরিয়ার প্রেসিডেন্ট নির্বাচন পদ্ধতি নিয়ে সিদ্ধান্ত নেবে রাজনৈতিক দলগুলো: প্রেসসচিব আফগানিস্তানের এক ইঞ্চি মাটিও নিয়ে কোনো চুক্তি নয়: প্রতিরক্ষা কর্মকর্তা

হবিগঞ্জের মাধবপুর কওমি মাদরাসা ঐক্য পরিষদের সভাপতি মুফতি রফিকুল ইসলাম আল মাদানী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা কওমী মাদ্রাসা ঐক্য পরিষদ গঠিত হয়েছে। এতে বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টারের বিভাগীয় প্রধান ও রাজাপুর নুরুল কুরআন মাদরাসার মুহতামিম মুফতি রফিকুল ইসলাম আল মাদানী সভাপতি করা হয়েছে।

জানা গেছে, মাধবপুর উপজেলা প্রকৃত নেতৃত্বের আসনে স্থান দিয়েছে একজন বিজ্ঞ ও যোগ্য আলেমকে। তারা আশা করছেন, তাঁর মাধ্যমে মাধবপুরবাসীর স্বপ্ন পূরণ হবে।

মাধবপুর উপজেলার অনেক আলেম দেশে-বিদেশে বড় প্রতিষ্ঠানের দায়িত্বে আছে। তবে এলাকার নেতৃত্বে তাদের অংশগ্রহণ তুলনামূলক কম। তারা আশা করছে মুফতি রফিকুল ইসলাম আল মাদানী সবাইকে নিয়ে উদার মনে কাজ করার ও নেতৃত্ব দেওয়ার পূর্ণ যোগ্যতা আছে।

মুফতি রফিকুল ইসলাম আল  মাদানী হরষপুর মাদ্রাসা, গুলমোকাপন মাদ্রাসা, পটিয়া মাদ্রাসা, ভারতের দারুল উলুম দেওবন্দ ও সৌদি আরবের মদিনা ইউনিভার্সিটি থেকে উচ্চ শিক্ষা গ্রহণ করেছে।

এছাড়া সংগঠনটির প্রধান উপদেষ্টা নির্বাচিত হয়েছেন হরষপুর মাদ্রাসার মুহতামিম ও শায়খুল হাদিস হযরত মাওলানা সিরাজুল ইসলাম খান।

সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মাওলানা সিরাজুল ইসলাম ও মাওলানা সাইফুল ইসলাম।

সাধারণ সম্পাদক হয়েছেন মাওলানা এনামুল হক খান শিক্ষা সচিব ও শায়খুল হাদিস জামিয়া ইসলামিয়া দারুল উলুম হরষপুর।

সহ-সাধারণ সম্পাদক মাওলানা কেফায়েতুল্লাহ নোমানী (মুহতামিম দারুল কুরআন মাধবপুর) ও মাওঃ নজরুল ইসলাম মুহতামিম দারুল উলুম তেমুনীয়া।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ