শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬ ।। ৩ মাঘ ১৪৩২ ।। ২৮ রজব ১৪৪৭

শিরোনাম :
নারায়ণগঞ্জের ৫ আসনে হাতপাখা প্রতীকে লড়ছেন যারা চান্দিনায় খেলাফত মজলিসের নির্বাচন পরিচালনা কমিটির মতবিনিময় সভা ‘ইসলামী আন্দোলনের নেতাকর্মীর জামায়াতে যোগ দেওয়ার সংবাদ হীন উদ্দেশ্যপ্রণোদিত’ ফেনী জামিয়া ইসলামিয়ায় ৫ দিনব্যাপী বাংলা ভাষা ও সাহিত্য প্রশিক্ষণ কর্মশালা বেফাকের ৪৯তম পরীক্ষা শুরু, মোট শিক্ষার্থী তিন লাখ ৭৩ হাজার ‘বেওয়ারিশ লাশের সংখ্যা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরছে’ অপসাংবাদিকতার শিকার হয়েছি: আমিরে মজলিস পাকিস্তানে জানাজায় অংশ নিতে যাওয়ার পথে ট্রাক উল্টে নিহত ১৪ পোস্টাল ব্যালটের ডিজাইনে পরিবর্তন নিয়ে যা বললেন ইসি গুমের শিকার পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময়

সুন্দর পরিবেশের ওপর নির্ভর করছে ডাকসু নির্বাচন: ঢাবি উপাচার্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ডাকসু একটি প্রত্যাশিত বিষয়। আপনারা যেমন প্রত্যাশা করেন আমরাও এটি প্রত্যাশা করি। নেতৃত্ব বিকাশের জন্য এটা খুবই জরুরি। যখন সুন্দর একটি পরিবেশ ও সবাই এক জায়গায় বুঝতে পারব তখন বিগত সময়ের মতো আবারও আমরা ডাকসু নির্বাচনের উদ্যোগ গ্রহণ করতে পারব বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

তিনি বলেন, সুন্দর পরিবেশ, সুন্দর মনোভাব ও সুন্দর মূল্যবোধে যখন পৌঁছাব, তখন বিগত সময়ের মতো ডাকসু নির্বাচনের আয়োজন করা হবে।

শুক্রবার (৩ জুন) বেলা সাড়ে ১১টার সময় ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এমন মন্তব্য করেন উপাচার্য।

উপাচার্য বলেন, ‘আমরা যখন একমত হতে পারব এবং সবাই মিলে একটি সুন্দর পরিবেশ পাব, তখন নিঃসন্দেহে এটি একটি প্রত্যাশিত বিষয়। আপনারা যেভাবে প্রত্যাশা করেন, সেভাবে বিশ্ববিদ্যালয়ও প্রত্যাশা করে। নেতৃত্ব বিকাশের ক্ষেত্রে ডাকসু একটি জরুরি ক্ষেত্র; সেই বিষয়গুলো নিয়ে কাউনেসলিংয়ের প্রয়োজন। সুন্দর একটি পরিবেশ, সম্মিলিত সুন্দর মনোভাব এবং সুন্দর মূল্যবোধে যখন পৌঁছাতে পারব, তখন বিগত সময়ের মতো ডাকসু নির্বাচনের আয়োজন করা হবে।’

ক্যাম্পাসে ছাত্রসংগঠনগুলোর সহাবস্থানের বিষয়ে অধ্যাপক আখতারুজ্জামান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কে কোন সংগঠন করবে, কোন সংগঠন করবে না— এটা তাদের একেবারেই নিজস্ব এখতিয়ার। আমরা গণতান্ত্রিক মূল্যবোধে গভীরভাবে বিশ্বাস করি। ঢাকা বিশ্ববিদ্যালয় গণতন্ত্র, অসাম্প্রদায়িক চেতনা, মানবিকতা— এগুলোর পরিচর্যা ও লালনকেন্দ্র। এখানে শিক্ষার্থীদের দল-মত-আদর্শ পোষণ করার এখতিয়ার আছে।’

তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণতন্ত্র, অসাম্প্রদায়িক চেতনা, মানবিকতা এগুলোর পরিচর্যা ও লালন কেন্দ্র। এখানে শিক্ষার্থীদের দল-মত-আদর্শ পোষণ করার এখতিয়ার আছে।

উপাচার্য বলেন, আমরা আশা করি- অনুপ্রাণিত করি যারা মহান মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন, জাতির পিতা বঙ্গবন্ধুর যে আদর্শ সে আদর্শকে যারাই ধারণ করবে তাদের জন্য এই বিশ্ববিদ্যালয় অবাধ বিচরণ কেন্দ্র।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ