মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ ।। ২৯ পৌষ ১৪৩২ ।। ২৪ রজব ১৪৪৭


রাজধানীবাসীর ঈদ উৎযাপনের কেন্দ্রস্থলে পরিণত হয়েছে হাতিরঝিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে ঢাকা ছেড়েছেন এক কোটিরও বেশি মানুষ। ফলে ঢাকা যেন এখন পুরোটাই ফাঁকা। তবে সকাল থেকেই বৃষ্টির বাগড়া যেন বাধা হয়ে দাঁড়িয়েছিল নগরবাসীর ঈদ উদযাপনে। কিন্তু বিকাল গড়াতেই রাজধানীবাসীর ঈদ উৎযাপনের কেন্দ্রস্থলে পরিণত হয়েছে হাতিরঝিল। বিশাল আয়তনের এই শ্যামল অঞ্চলের পরতে পরতে এখন নাগরিকদের পদচারণা।

ঈদের দিনে মঙ্গলবার (৩ মে) বিকালে হাতিরঝিল ঘুরে এমন চিত্রই চোখে পড়েছে।

তবে হাতিরঝিলের রামপুরা অংশে ভিড় যেন একটু বেশি। এছাড়া তেজগাঁও, মগবাজার এলাকাতেও দর্শনার্থীদের ভিড় চোখে পড়ার মতো।

ঈদের ছুটিতে ফাঁকা রাজধানীতে ঘুরে বেড়াতে যেন পেছপা হয়নি কেউ। শিশু-কিশোর, যুগলবন্দী আর পারিবার নিয়ে ঘুরে বেড়ানোর প্রাণকেন্দ্রে পরিণত হয়েছে সবুজ আর জলে ঘেরা এই বিনোদন কেন্দ্র।

আবার তরুণ-তরুণীদের দেখা গেছে, মোটরসাইকেলে চেপে ঘুরে বেড়াতে। তবে হাতিরঝিলের রাস্তায় গাড়ির চাপ কম থাকায় গতিশীল মোটরসাইকেল চালকরা।

হাতিরঝিলে ঘুরতে আসা লোকমান হোসেন বলেন, ‘ঢাকায় যে যানজট থাকে, তাতে ইচ্ছে থাকলেও পরিবার নিয়ে বের হওয়া যায় না। ঈদের ছুটিতে রাস্তাঘাট ফাঁকা, তাই সবাইকে নিয়ে ঘুরতে আসলাম।’

এদিকে, বন্ধুদের নিয়ে বেড়াতে আসা রিমন রহমান বলেন, ‘ঈদ তো ঘোরাঘুরির সময়। হাতিরঝিল জায়গাটা খুবই সুন্দর। ঢাকাতে ঘোরার মতো এর চাইতে ভালো পাবলিক প্লেস নাই।’

অন্যদিকে ঈদের আনন্দ আরও বাড়িয়ে তুলতে হাতিরঝিলের ওয়াটার ট্যাক্সি এখন বনে গেছে ‘আনন্দ ভ্রমণ প্যাকেজ’। ফলে নাগরিকরা শহুরে কোলাহলে নৌভ্রমণেরও আনন্দ পাচ্ছেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ