শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬ ।। ৩ মাঘ ১৪৩২ ।। ২৮ রজব ১৪৪৭

শিরোনাম :

হজের পর ২৫ জুলাই থেকে দেওয়া হবে ওমরার অনুমতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুদ্দীন তাসলিম।।

হজের পর ২৫ জুলাই থেকে ওমরা করার অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছেন সৌদির হজ ও ওমরা মন্ত্রণালয়।

সৌদির হজ ও ওমরা প্রতিমন্ত্রীর পক্ষ থেকে জানানো  হয়েছে, ২৫ জুলাই থেকে প্রত্যেকদিন ২০ হাজার জনকে ওমরার অনুমতি দেওয়া হবে।

তিনি আরো বলেন, ওমরা কারীদের সংখ্যা ধীরে ধীরে বাড়ানো হবে।

হজ পালনের জন্য মক্কা মুকাররমায় পৌঁছেছেন ৬০ হাজার হাজি। মসজিদে হারামে পৌঁছে তারা তাওয়াফে কুদুম করেছেন।মহামারী কালের দ্বিতীয় এই হজে শুধুমাত্র তারাই অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন যারা ভ্যাকসিন নিয়েছেন।

হজে আসা ইবাদতকারীদের করোনা ভাইরাস থেকে সুরক্ষিত রাখতে কঠোর স্বাস্থ্যবিধি ও সব ধরনের ব্যবস্থাপনা গ্রহণ করেছে সৌদি কর্তৃপক্ষ। হজের দিনগুলোতে অনুমতি ছাড়া কেউ মসজিদে হারাম এবং তার আশপাশের অঞ্চলে (আরাফাহ, মিনা, মুজদালিফা) প্রবেশ করতে পারবে না বলে কড়াকড়ি আরোপ করেছে সৌদি আরব।

Hajj with covid

সৌদি সরকারের পক্ষ থেকে এ বছরও শুধুমাত্র সৌদি নাগরিক ও সৌদি আরবে বসবাসরত প্রবাসীদের হজ পালনের অনুমতি দেয়া হয়েছে। এই অনুমতির অধীনে ৬০ হাজার ভাগ্যবান হজ আদায়ের সৌভাগ্য লাভ করবেন।

Haj 2020: Saudi authorities prepare for pilgrims' arrival on Mount Arafat - News | Khaleej Times

গত বছর  সৌদি সরকারের কঠোর বিধি নিষেধ ও স্বাস্থ্যবিধির মধ্যে পালিত হয়েছিল হজ। হেজের আনুষ্ঠানিকতা শেষে কারো মাঝে করোনা শনাক্ত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে হজ সীমাবদ্ধ করার কারণে পুরা বিশ্বের মুসলমানদের মাঝে ক্ষোভ প্রকাশ তৈরি হয়েছে।

এ বছর ৬০ হাজার জনকে হজের অনুমতি দেওয়া হয়েছে যা ২০২০ সালের তুলনায় বেশি, তবে অন্যান্য সময়ের তুলনায় একেবারেই কম।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ