শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬ ।। ৩ মাঘ ১৪৩২ ।। ২৮ রজব ১৪৪৭

শিরোনাম :
নারায়ণগঞ্জের ৫ আসনে হাতপাখা প্রতীকে লড়ছেন যারা চান্দিনায় খেলাফত মজলিসের নির্বাচন পরিচালনা কমিটির মতবিনিময় সভা ‘ইসলামী আন্দোলনের নেতাকর্মীর জামায়াতে যোগ দেওয়ার সংবাদ হীন উদ্দেশ্যপ্রণোদিত’ ফেনী জামিয়া ইসলামিয়ায় ৫ দিনব্যাপী বাংলা ভাষা ও সাহিত্য প্রশিক্ষণ কর্মশালা বেফাকের ৪৯তম পরীক্ষা শুরু, মোট শিক্ষার্থী তিন লাখ ৭৩ হাজার ‘বেওয়ারিশ লাশের সংখ্যা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরছে’ অপসাংবাদিকতার শিকার হয়েছি: আমিরে মজলিস পাকিস্তানে জানাজায় অংশ নিতে যাওয়ার পথে ট্রাক উল্টে নিহত ১৪ পোস্টাল ব্যালটের ডিজাইনে পরিবর্তন নিয়ে যা বললেন ইসি গুমের শিকার পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময়

সাইবার নিরাপত্তায় বিশ্বের দ্বিতীয় সৌদি আরব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুল্লাহ আফফান: সাইবার সিকিউরিটির দিক দিয়ে বিশ্বের ১৯৩টি দেশের মধ্যে দ্বিতীয় এবং এশিয়ার প্রথম স্থান অধিকার করেছে সৌদি আরব। জাতিসঙ্ঘের বিশেষ সংস্থা আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন (আইটিইউ) এ তথ্য জানিয়েছে।

সংস্থার রিপোর্ট অনুযায়ী, ২০১৮ সালে সাইবার সিকিউরিটিতে সৌদি ১১ পয়েন্ট এগিয়েছিল। কিন্তু ‘ভিশন ২০৩০’ শুরুর পর থেকে ৪০ পয়েন্টের বেশি উন্নীত হয়েছে। ২০১৭ সালে সৌদি সাইবার সিকিউরিটিতে বিশ্বের ৪৬তম স্থানে ছিল। এরপর থেকে সৌদির সাইবার সিকিউরিটিতে অগ্রগতি হয়েছে।

সৌদির সাইবার সিকিউরিটির এই অর্জনকে অসাধারণ হিসেবে ব্যক্ত করেছে দেশটির ন্যাশনাল সাইবার সিকিউরিটি।

সাইবার সিকিউরিটি কর্তৃপক্ষ বলেছে, আন্তর্জাতিক সাইবার সিকিউরিটি পাঁচটি মূল বিষয় নিয়ে কাজ করে। এর মধ্যে- সাইবার সিকিউরিটির স্তর বাড়ানো, অভিজ্ঞতা বিনিময়, আইনী, প্রযুক্তিগত ও নিয়ন্ত্রক অক্ষ, কর্মক্ষমতা বৃদ্ধি এবং সহযোগিতা অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়াও, সাইবার সিকিউরিটির দেশগুলিকে নিশ্চিত করতে হবে, তারা ৮০টি মূল লক্ষ্য অর্জন করেছে।

সৌদি আরব আন্তর্জাতিক সাইবার সিকিউরিটির এই পাঁচটি মূল বিষয়ে কাঙ্খিত লক্ষ পর্যন্ত পৌঁছতে পেরেছে। আর  সাইবারসিকিউরিটি, নীতি ধারাবাহিকতা, শাসন পদ্ধতির কাঠামো ও মান নিয়ন্ত্রণ এবং সাইবার সুরক্ষা সম্পর্কিত নির্দেশনাগুলোর প্রতি প্রয়োজনীয় লক্ষ্য রাখার মাধ্যমে দেশটির কর্তৃপক্ষ আন্তর্জাতিক সাইবার সিকিউরিটিতে এই উন্নতি করতে সক্ষম হয়েছে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ