আওয়ার ইসলাম: পৌর নির্বাচনকে অংশগ্রহণমূলক বলার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন, নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।
আজ শনিবার বিকেলে নির্বাচন কমিশনে ব্রিফিংয়ে তিনি আরও বলেন, সামগ্রিক পরিবেশ নির্বাচনের সহায়ক না হলে, নির্বাচন সুষ্ঠু হয় না। যেকোনো পৌরসভার নির্বাচন বাতিলের বিষয়টি নির্ভর করে সহিংসতার মাত্রার ওপর।
মাহবুব তালুকদার আরো বলেন, ‘আমি সাভার পৌরসভার তিনটি ভোটকেন্দ্রের ১৮টি বুথ পরিদর্শন করেছি। শনিবার দুপুর ১টা পর্যন্ত ওই সব ভোটকেন্দ্রে ৭ হাজার ৩১১ জন ভোটারের মধ্যে ১ হাজার ২৩২ জন ভোট দিয়েছেন। ৩টি বুথে আমি ৩ জন বিরোধী দলীয় প্রার্থীর পোলিং এজেন্ট দেখতে পাই। কিন্তু অন্য কোথাও এজেন্ট ছিলেন না। এছাড়া সাভার পৌর এলাকায় আমি বিরোধী দলীয় প্রার্থীর কোনো পোস্টার দেখতে পাইনি। এ অবস্থায় এই নির্বাচনকে অংশগ্রহণমূলক বলা যায় না। যে কোনো নির্বাচন অংশগ্রহণমূলক না হলে তা সিদ্ধ হয় না।’
নির্বাচন প্রক্রিয়া পরিবর্তনে সবার ঐক্যমত প্রয়োজন জানিয়ে তিনি বলেন, পৌরসভার নির্বাচনে ক্রমাগত সহিংসতা বেড়ে চলেছে। সহিংসতা ও নির্বাচন একসঙ্গে চলতে পারে না। নির্বাচন প্রক্রিয়ার পরিবর্তন না হলে এই সহিংসতা বন্ধ করা সম্ভব নয়।
-এটি