শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬ ।। ৩ মাঘ ১৪৩২ ।। ২৮ রজব ১৪৪৭

শিরোনাম :
নারায়ণগঞ্জের ৫ আসনে হাতপাখা প্রতীকে লড়ছেন যারা চান্দিনায় খেলাফত মজলিসের নির্বাচন পরিচালনা কমিটির মতবিনিময় সভা ‘ইসলামী আন্দোলনের নেতাকর্মীর জামায়াতে যোগ দেওয়ার সংবাদ হীন উদ্দেশ্যপ্রণোদিত’ ফেনী জামিয়া ইসলামিয়ায় ৫ দিনব্যাপী বাংলা ভাষা ও সাহিত্য প্রশিক্ষণ কর্মশালা বেফাকের ৪৯তম পরীক্ষা শুরু, মোট শিক্ষার্থী তিন লাখ ৭৩ হাজার ‘বেওয়ারিশ লাশের সংখ্যা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরছে’ অপসাংবাদিকতার শিকার হয়েছি: আমিরে মজলিস পাকিস্তানে জানাজায় অংশ নিতে যাওয়ার পথে ট্রাক উল্টে নিহত ১৪ পোস্টাল ব্যালটের ডিজাইনে পরিবর্তন নিয়ে যা বললেন ইসি গুমের শিকার পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময়

ছাত্রসমাজকেই চ্যালেঞ্জ মোকাবেলায় অগ্রণী ভূমিকা রাখতে হবে: চরমোনাই পীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বর্তমান যুগ চ্যালেঞ্জের যুগ, ইশা ছাত্র আন্দোলন সব সময় চ্যালেঞ্জ গ্রহণের মাধ্যমে একটি পরিবর্তন আনতে বদ্ধপরিকর বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত নগর সম্মেলনে এ বক্তব্য দিয়েছেন তিনি।

আজ (১৫ জানুয়ারি ২০২১) শুক্রবার দুপুর ২ টা ৩০ টা মিনিটে পল্টনস্থ ফটোজার্নালিস্ট মিলনায়তনে এ নগর সম্মেলন অনুষ্ঠিত হয়।

ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণ এর সভাপতি ইমরান হোসাইন নূর এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এইচ এম কাওসার মাহমুদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। প্রধান বক্তা হিসেবে আলোচনা রাখেন ইশা ছাত্র আন্দোলন এর কেন্দ্রীয় সহ-সভাপতি শরিফুল ইসলাম রিয়াদ।

প্রধান বক্তার বক্তব্যে কেন্দ্রীয় সহসভাপতি শরিফুল ইসলাম রিয়াদ বলেন, ছাত্র আন্দোলন নেতৃত্ব তৈরীর কারখানা। সমাজের অন্যায়, অরাজকতা রুখে দিয়ে ছাত্রসমাজকে সঠিকভাবে নেতৃত্ব দিয়ে আগামীর স্বপ্নীল ও আদর্শিক বাংলাদেশ বিনির্মানে ছাত্র আন্দোলনকে ভূমিকা রাখতে হবে। এজন্য আমাদের আরো দক্ষ, যোগ্য, খাঁটি, মেধাবী ও আদর্শ দেশপ্রেমিক নাগরিক হিসেবে তৈরী হতে হবে।

নগর সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সহ-অর্থ সম্পাদক আলহাজ্ব মনির হোসাইন, কেন্দ্রীয় কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক আলহাজ্ব আব্দুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ এর সংগ্রামী সেক্রেটারি মাওলানা এবিএম জাকারিয়া, ইসলামী মুক্তিযোদ্ধা ফোরাম এর সদস্য সচিব বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল কাশেম সহ অন্যান্ন নেতৃবৃন্দ।

এ সময় আরো উপস্থিত ছিলেন নগর সহ-সভাপতি মুহাম্মাদ হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক এম এম জামিলুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মাদ আব্দুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক এম এ মামুন খন্দকার, অর্থ সম্পাদকঃ জোবায়ের আহমাদ, দফতর সম্পাদক রায়হান ফারুক, বিশ্ববিদ্যালয় সম্পাদক শিহাব মোহাম্মাদ, কওমী মাদরাসা বিষয়ক সম্পাদক সাইফ মুহাম্মাদ আলাউদ্দিন, আলিয়া মাদ্রাসা সম্পাদক শাইখ আহসান ফয়েজী, কলেজ সম্পাদক মাহমুদুল হাসান, স্কুল সমপাদক শেখ মোঃ আরিফ, ছাত্রকল্যাণ সম্পাদক মুহাম্মাদ মামুনুর রশীদ, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক ইয়াসিন রহমানসহ থানা নেতৃবৃন্দ।

সভাপতি ইমরান হোসাইন নূরকে সভাপতি,  এম এ মামুন খন্দকারকে সহ-সভাপতি ও এইচ এম কাওসার মাহমুদকে সাধারণ সম্পাদক করে প্রধান অতিথি ২০২১ শেসনের কমিটি ঘোষণা করেন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ