আওয়ার ইসলাম: রাজধানীর জলাবদ্ধতা নিরসনের দায়িত্ব অবশেষে ঢাকা ওয়াসার কাছ থেকে সরিয়ে নেয়া হচ্ছে। সিদ্ধান্ত মোতাবেক এখন থেকে এই দায়িত্ব পালন করবে ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশন।
এ বিষয়ে রোববার দুপুরে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সভাকক্ষে বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
সামান্য বৃষ্টিতেই রাজধানীতে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে যা তা অবস্থা হয়। চরম দুর্ভোগে পড়তে হয় নগরবাসীদের। এই সমস্যা নিরসনের দায়িত্ব ঢাকা ওয়াসার থাকলেও তাদের বিরুদ্ধে কাজে অবহেলাসহ নানা অভিযোগ দীর্ঘদিনের।
এমতাবস্থায় ঢাকা উত্তর ও দক্ষিণের দুই মেয়রের দাবির পরিপ্রেক্ষিতে সেই দায়িত্ব ঢাকা ওয়াসা থেকে সরিয়ে তাদের হাতে তুলে দেয়া হচ্ছে। শনিবার গণমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা হায়দার আলী।
তিনি জানান, দুই মেয়রের দাবির মুখে রাজধানীর জলাবদ্ধতা নিরসনে বৃষ্টির পানি নিষ্কাশনের দায়িত্ব এখন থেকে সিটি কর্পোরেশনের হাতে দেয়া হচ্ছে। মন্ত্রীর নির্দেশে এ উদ্যোগ নিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।
১৯৮৯ সাল থেকেই জলাবদ্ধতা নিরসনের প্রধান দায়িত্ব পালন করে আসছে ঢাকা ওয়াসা, তাদের সঙ্গে ঢাকা সিটি কর্পোরেশনসহ আরো কয়েকটি সংস্থাও এ কাজে যুক্ত হয়।
কিন্তু দীর্ঘদিন ধরেই সিটি কর্পোরেশনের অভিযোগ, জলাবদ্ধতা নিরসন না করে ঢাকা ওয়াসা ব্যস্ত কোটি কোটি টাকার প্রকল্প নিয়ে। আর তাদের দায়িত্বের কাজ করছে অন্য প্রতিষ্ঠানগুলো। যার কারণে সকল দায় সিটি কর্পোরেশনের ওপর যাচ্ছে। অথচ পুরো ব্যর্থতার দায় সম্পূর্ণ ঢাকা ওয়াসার। ২০১৭ সালে একই অভিযোগ তুলেছিলেন তৎকালীন দুই মেয়র সাঈদ খোকন ও প্রয়াত মেয়র আনিসুল হক।
-এটি