আব্দুল্লাহ আল নোমান।।
কুয়েতের নতুন ক্রাউন প্রিন্স শেখ মেশাল আল-আহমদ আল-সাবাহ গত বৃহস্পতিবার সংসদে রাষ্ট্রপতির শপথ গ্রহণ করেন। উপসাগরীয় আরব রাষ্ট্রের গণতন্ত্র ও শান্তির জন্য তিনি প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষ্যে কুয়েতকেও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন।
এর আগে আমির শেখ সাবাহ আল-আহমদের মৃত্যুর পরে গত সপ্তাহে যে মসৃণ উত্তরাধিকার হয়েছে তার ভূমিকার জন্য অ্যাসেম্বলি সর্বসম্মতভাবে শেখ মেশালকে সমর্থন করেছিল।
নতুন শাসক আমির শেখ নওয়াফ আল-আহমদ, গত বুধবার ক্ষমতা গ্রহণ করেছিলেন। কুয়েতে তেলের কম দাম কমে গিয়েছে এবং কোভিড-১৯ মহামারী দ্বারা সৃষ্ট সঙ্কটের মুখোমুখি হয়েছে।
শেখ মেশাল টেলিভিশনের ভাষণে বলেছিলেন, কুয়েত তার আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রতিশ্রুতি ও ‘এর শান্তি ও গণতান্ত্রিক পদ্ধতির পথ’ বহাল রাখবে। সূত্র: আরব নিউজ
১৯৪০ সালে জন্ম নেয়া শেখ মেশাল সদ্যপ্রয়াত আমির শেখ সাবাহ’র ছোট ভাই। ২০০৪ সালে ন্যাশনাল গার্ডের উপ-প্রধান হন তিনি। এছাড়া টানা ১৩ বছর জাতীয় নিরাপত্তা বাহিনীর প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন মেশাল। েযুক্তরাজ্যের হেন্ডন পুলিশ কলেজ থেকে গ্রাজুয়েশন করা এ রাজপুত্র কুয়েতের ন্যাশনাল গার্ড পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
বিশ্লেষকরা বলছেন, চারিত্রিক দৃঢ়তা ও বয়সের কারণে শেখ মেশালকে কাছে আরও বড় দায়িত্ব দিতে পারেন কুয়েতের নতুন আমির। গত সপ্তাহে শেখ সাবাহ আল আহমদ আল জাবের আল সাবাহ’র মৃত্যুর পর ক্ষমতায় বসেন তার ভাই শেখ নওয়াফ (৮৩)।
-এটি