সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬ ।। ৫ মাঘ ১৪৩২ ।। ৩০ রজব ১৪৪৭


আজারবাইজান হামলা অব্যাহত রেখেছে আর্মেনিয়ায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আর্মেনিয়ার দখল থেকে নাগোরনো-কারাবাখের এলাকা মুক্ত করতে লড়াই চালিয়ে যাচ্ছে আজারবাইজানের সেনাবাহিনী।

বিতর্কিত ওই অঞ্চল নিয়ে ২৭ সেপ্টেম্বর থেকে প্রতিবেশী দুই দেশ আর্মেনিয়া ও আজারবাইজান যুদ্ধে জড়িয়ে পড়ে। আর্মেনিয়ার বাহিনী আজারবাইজানের বসতি ও সামরিক ঘাঁটিতে হামলা করলে দুই দেশ ভয়াবহ যুদ্ধে জড়িয়ে পড়ে।

আজারবাইজানের বিমানবাহিনী আর্মেনিয়ার ৫ম ডেস্ট্রয়ার রেজিমেন্ট পুরোপুরি ধ্বংস করে দিয়েছে বলে বুধবার আজারবাইজানের প্রতিরক্ষামন্ত্রী দাবি করেছেন।

এর আগে অধিকৃত বেশ কিছু বসতি মুক্ত করেছে বাকু। আর কিছু দিনের মধ্যেই তাদের অধিকৃত অঞ্চলগুলো উদ্ধার করা সম্ভব বলে দাবি করেছে আজারবাইজানের সেনাবাহিনী।

আজারি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির বেলাগান, বারডা, আগডাম, আগজাবেদি, জ্যাব্রাইল, ফিজুলি ও টার্টার শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে আর্মেনিয়া।

নাগোরনো-কারাবাখ আজারবাইজারের ভেতরে হলেও আর্মেনীয় নৃগোষ্ঠীর লোকজন অঞ্চলটি নিয়ন্ত্রণ করে আসছে, আর্মেনিয়া তাদের সমর্থন দিচ্ছে। ১৯৮৮-৯৪ সাল পর্যন্ত যুদ্ধের মধ্য দিয়ে অঞ্চলটি আজারবাইজান থেকে বিচ্ছিন্ন হলেও স্বাধীন দেশ হিসেবে এখনো কারো স্বীকৃতি পায়নি।

সূত্র: আনাদোলু এজেন্সি।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ