সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬ ।। ৫ মাঘ ১৪৩২ ।। ৩০ রজব ১৪৪৭


নোয়াখালীতে গৃহবধূ নির্যাতনের হোতা বাদল ও দেলোয়ার গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নোয়াখালীতে এক গৃহবধূকে বাড়িতে ঢুকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনার ৩৩ দিন পর ৯ জনকে আসামি করে মামলা করা হয়েছে।

এ ঘটনায় নারায়গঞ্জ থেকে মূল অভিযুক্ত দেলোয়ার হোসেন ও ঢাকা থেকে বাদল নামে আরো দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই মামলায় গতকাল গ্রেপ্তার করা হয়েছে আব্দুর রহিম ও রহমান নামের দুই জনকে।

প্রথম পর্যায়ে গ্রেপ্তার ২ জনকে আজ নোয়াখালীর মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির করে রিমান্ড চাইবে পুলিশ। মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

গত ২ সেপ্টেম্বর নিজের ঘরে বসে স্বামীর সঙ্গে গল্প করছিলেন নির্যাতিতা নারী। এ সময় এলাকার প্রভাবশালী দেলোয়ার বাহিনীর সদস্য বাদল, রহিম, আবুল কালাম, ইসরাফিল, সাজু, সামছুদ্দিন সুমন, আবদুর রব, আরিফ ও রহমত উল্যাসহ অজ্ঞাত কয়েকজন দরজা ভেঙ্গে তাদের ঘরে ঢুকে পড়ে। তার স্বামীকে মারধর করে পাশের কক্ষে নিয়ে বেঁধে রাখে তারা।

এক পর্যায়ে তারা ওই নারীকে বিবস্ত্র করে ধর্ষণের চেষ্টা করে, নির্মম নির্যাতন চালায় এবং মুঠোফোনে ভিডিও ধারণ করে। পরে নির্যাতিতার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে পালিয়ে যায় তারা। অবশ্য, যাওয়ার আগে ঘটনা প্রকাশ করলে হত্যার হুমকিও দেয় তারা। তাদের ভয়ে এলাকা ছেড়ে পালাতে বাধ্য হন ওই নারী। পরে ফোন করে তাদের কথা মত কাজ না করলে সেই ভিডিও ছড়িয়ে দেয়ার হুমকি দেয় আবারো।

এরপর রোববার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেলে তা ভাইরাল হয়। এতে টনক নড়ে স্থানীয় প্রশাসনের। নির্যতিতা ওই নারীকে উদ্ধার করে পুলিশ। পরে দিবাগত রাত ১টার দিকে বেগমগঞ্জ থানায় মামলা করেন ধর্ষণচেষ্টার অভিযোগে নির্যাতিতা গৃহবধূ।

নির্যাতনের শিকার নারীর বাবা জানান, ঘটনার সাথে জড়িতরা প্রভাবশালী হওয়ায় এতদিন ভয়ে তাদের বিরুদ্ধে মামলা করার সাহস পাননি তারা। এ ঘটনার সুষ্ঠু বিচার চান তিনি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ