মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ ।। ৫ মাঘ ১৪৩২ ।। ১ শাবান ১৪৪৭


নওয়াজের ভাই শাহবাজ গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ভাই এবং বিরোধীদলীয় নেতা শাহবাজ শরিফকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ সোমবার অর্থপাচারের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। নওয়াজ বিদেশে অবস্থান করায় তার অবর্তমানে দল পরিচালনা করছেন শাহবাজ।

দেশটির গণমাধ্যম ডনের এক প্রতিবেদনে বলা হয়, পার্লামেন্টের বিরোধী দল পাকিস্তান মুসলিম লীগের (পিএমএল-এন) প্রেসিডেন্ট শাহবাজ অর্থপাচার মামলায় গ্রেপ্তার হয়েছেন। লাহোর হাইকোর্টে জামিন আবেদন করলে তা নাকচ হয়ে যায়। এর পরই আদালত প্রাঙ্গণ থেকে তাকে গ্রেপ্তার করে হেফাজতে নেয় ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো (এনএবি)।

এ ঘটনার নিন্দা জানিয়েছেন নওয়াজ শরিফের মেয়ে ও পিএমএল-এনের ভাইস-প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজ। এক টুইটার বার্তায় তিনি বলেন, দেশে ন্যায়বিচার ও জবাবদিহিতা থাকলে তার চাচা গ্রেপ্তার হতেন না।

এদিকে, শাহবাজ হাজিরা দেয়ার সময় তার দলের বিপুলসংখ্যক নেতাকর্মী আদালত চত্বরে জড়ো হন এবং গ্রেপ্তারের পর বিক্ষোভ দেখাতে থাকেন।

সম্প্রতি দীর্ঘ কারাভোগের পর চিকিৎসার জন্য জামিনে বের হয়ে প্রায় ১০ মাস ধরে লন্ডনেই অবস্থান করছেন নওয়াজ শরিফ। সমন জারির পরও দেশে এসে হাজিরা না দেয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ