মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ ।। ৫ মাঘ ১৪৩২ ।। ১ শাবান ১৪৪৭


আর্মানিয়াকে দ্রুত আজারবাইজানের ভূমি ছাড়ার হুমকি দিলেন এরদোগান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আর্মানিয়াকে দ্রুত আজারবাইজানের অধিকৃত ভূমি ছাড়তে আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যিব এরদোগান।

আজ সোমবার এরদোগান ইস্তাম্বুলে একটি অনুষ্ঠানে এ কথা বলেন। তুর্কি প্রেসিডেন্ট বলেন, কারাবাখ দখলের মাধ্যমে এ অঞ্চলে যে সংকট শুরু হয়েছে তা অবশ্যই অবসান করতে হবে। আর্মেনিয়ার সঙ্গে আজারবাইজানের সংঘর্ষের একদিন পরই এমন মন্তব্য করেছেন এরদোগান।

এর আগে রোববার এরদোগান এক টুইট বার্তায় ঘোষণা দেন, তুরস্ক সম্পূর্ণভাবে আজারবাইজানের পাশে রয়েছে। তিনি আর্মেনিয়ার জন্য নিন্দা না জানিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের দ্বৈত্য নীতির সমালোচনা করেছেন।

একসময় আর্মেনিয়া ও আজারবাইজান– উভয় দেশই সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর দেশ দুটি স্বাধীন হয়। তার পর থেকে নাগোরনো-কারাবাখ অঞ্চল নিয়ে গত চার দশক ধরে বিরোধে জড়িয়ে আছে দুই প্রতিবেশী।

রোববার বিতর্কিত নাগরনো-কারাবাখ অঞ্চল নিয়ে প্রতিবেশী দেশ আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে নতুন করে লড়াই শুরু হয়েছে। এই সংঘাতের জন্য একে অপরকে দায়ী করছে।

প্রেসিডেন্টের সহযোগী খিকমেত গাদঝিয়েভ বলছেন, সিরিয়া থেকে আজারবাইজানে সেনা মোতায়েনের বিষয়টি গুজব। এটি আর্মেনিয়ার পক্ষ থেকে আরেকটি উসকানি এবং সম্পূর্ণ বাজে কথা। সূত্র: আনাদলু এজেন্সি

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ