আওয়ার ইসলাম: পাকিস্তানে যাত্রীবাহী একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডে কমপক্ষে ১৩ জনের মৃত্যু হয়েছে এবং আরো নয় জন আহত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) এই দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, বাসটি পাকিস্তানের হায়দরাবাদ থেকে করাচি যাচ্ছিল। নির্দিষ্ট গন্তব্যে পৌঁছনোর আগেই বিপত্তি ঘটে। অতিরিক্ত গতির কারণে দুর্ঘটনার কবলে পড়লে বাসটিতে আগুন ধরে যায় বলে ধারণা করছে পুলিশ।
প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, ফাঁকা রাস্তায় দুরন্ত গতিতে ছুটছিল বাসটি । বেশি গতি থাকার কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পরে বাসটি উল্টে যায় কিন্তু তার আগেই বিস্ফোরণে বাসটিতে আগুন ধরে গিয়েছিল। বাস উল্টে যাওয়ায় কারণে সকলে বেরিয়ে আসতে পারেননি। আগুনে পুড়ে, ধোঁয়ায় অসুস্থ হয়ে কমপক্ষে ১৩ জন মারা গিয়েছেন।
পাকিস্তান পুলিশের পক্ষ থেকে জানানো হয়, হায়দরাবাদ থেকে করাচি যাওয়ার সময় নুরিয়াবাদের কাছে দুর্ঘটনার কবলে পড়ে বাসটি। দুর্ঘটনার সময় বাসটিতে ২২ জন যাত্রী ছিলেন। এর মধ্যে ১৩ জনই মারা গিয়েছেন।
পাকিস্তান পুলিশের অতিরিক্ত আইজি আফতাব পাঠান জানান, বাসটি উল্টে যাওয়ার কারণে কারণে অনেকেই বেরিয়ে আসতে পারেননি। স্থানীয়দের তত্পরতায় কয়েক জনকে উদ্ধার করা সম্ভব হয়। কিন্তু, যে নয় জনকে উদ্ধার করা হয়েছে, তার মধ্যে পাঁচ জনের অবস্থাই গুরুতর। আহতদের অ্যাম্বুল্যান্সে করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
-এএ