মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ ।। ৫ মাঘ ১৪৩২ ।। ১ শাবান ১৪৪৭


মালয়েশিয়ায় ‘সরকার গঠনের’ প্রস্তুতি নিচ্ছেন আনোয়ার ইব্রাহিম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পার্লামেন্টের উল্লেখযোগ্য সংখ্যক এমপির সমর্থন পেয়ে সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছেন মালয়েশিয়ার বিরোধীদলীয় নেতা আনোয়ার ইব্রাহিম।

আলজাজিরার এক প্রতিবেদনে জানায়, বুধবার এক সংবাদ সম্মেলনে আনোয়ার বলেন, ‘আমার প্রতি এমপিদের সমর্থনের মানে তাঁরা প্রধানমন্ত্রীর প্রতি আস্থা রাখতে পারছেন না। আস্থাহীন প্রধানমন্ত্রী জনগণের ম্যান্ডেট পূরণ করতে পারে না।’

বর্তমান প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিনের নেতৃত্বে অসন্তুষ্ট এমপিরা তাঁকে সরকার গঠনের জন্য আহ্বান করেছেন বলে দাবি করেন আনোয়ার ইব্রাহিম। তবে সাংবাদিকদের সামনে তাঁকে সমর্থন দেআওয়া এমপিদের নাম প্রকাশ করেননি আনোয়ার। শিগগিরই তিনি বিষয়টি নিয়ে রাজার সঙ্গে আলোচনায় বসবেন বলেও জানান।

রাজা সুলতান আব্দুল্লাহ বর্তমানে কুয়ালালামপুরের জাতীয় হার্ট হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

ক্ষমতাসীন রাজনৈতিক জোট পাকাতান হারাপানে অনৈক্য দেখা দিলে চলতি বছরের মার্চে প্রধানমন্ত্রীর পদ ছাড়তে বাধ্য হন ৯৫ বছর বয়সী মাহাথির মোহাম্মদ। এরপর ক্ষমতায় চলে আসেন দেশটির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মুহিউদ্দিন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ