মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ ।। ৬ মাঘ ১৪৩২ ।। ১ শাবান ১৪৪৭


কূটনীতির ভাষা না বুঝলে মাঠে জবাব: এরদোগান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পূর্ব ভূমধ্যসাগরের বিরোধপূর্ণ এলাকায় তুরস্কের তেল-গ্যাস অনুসন্ধান করা নিয়ে প্রতিবেশী গ্রিসের সঙ্গে ব্যাপক উত্তেজনার মধ্যেই পরিস্থিতি মোকাবেলায় আলোচনার জন্য রাজি হয়েছে আঙ্কারা।

কিন্তু দাবি না মানা পর্যন্ত আলোচনায় বসবে না বলে সাফ জানিয়ে দিয়েছে এথেন্স। জবাবে গ্রিসকে উদ্দেশ্য করে এবার কড়া বার্তা দিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

আজ রোববার ইস্তাম্বুলে একটি হাসপাতাল উদ্বোধন করতে গিয়ে তিনি বলেন, সৃষ্ট সংকট সমাধানে রাজনীতি ও কূটনীতির পথে না এগুলো গ্রিসকে মাঠে কড়া জবাব দেয়া হবে। পাশাপাশি যেকোনো পরিস্থিতি মোকাবেলায় তুরস্ক সব সময় প্রস্তুত রয়েছে।

তুর্কি প্রেসিডেন্ট বলেন, অবৈধ মানচিত্র আর নথি ছিঁড়ে ফেলার জন্য তুরস্কের যে রাজনৈতিক, অর্থনৈতিক ও সামরিক শক্তি আছে- সেটা গ্রিস ভালোভাবেই উপলব্দি করতে পারবে। তারা যদি রাজনীতি ও কূটনীতির ভাষা না বুঝে, তাহলে মাঠে তাদের যন্ত্রণাদায়ক অভিজ্ঞতার মুখোমুখি হতে হবে।

মূলত পূর্ব ঘোষণা অনুযায়ী বিরোধপূর্ণ ওই এলাকায় গত ১ সেপ্টেম্বর তেল-গ্যাস অনুসন্ধান বন্ধ করার কথা ছিল তুরস্কের। কিন্তু তা বন্ধ না করে আগামী ১২ সেপ্টেম্বর পর্যন্ত অনুসন্ধান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে দেশটি। এর পর থেকেই ন্যাটোর সদস্যভুক্ত এই দেশ দুটির মধ্যে উত্তেজনা বেড়ে যায়।

তুরস্কের এ সিদ্ধান্তে খুশি হতে পারেনি গ্রিস। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পদক্ষেপটিকে 'বেআইনি' আখ্যা দিয়ে বিবৃতি প্রকাশ করা হয়েছে। সেখানে তারা ওই অঞ্চলের স্থিতিশীলতা বজায় রাখার উদ্যোগ নিতে আঙ্কারার প্রতি আহ্বান জানিয়েছে।

সংকট সমাধানে আলোচনার প্রস্তাব দিয়েছিলেন ন্যাটোর প্রধান কর্মকর্তা জেনস স্টলেনবার্গ। তাতে তুরস্ক সম্মতি জানালেও গ্রিস রাজি হয়নি। তারা বলছে, আগে বিতর্কিত ওই অঞ্চল থেকে তুরস্কের সকল জাহাজ ফিরিয়ে নিতে হবে। তখনই কেবল উত্তেজনা কমতে পারে।

আর এতেই ক্ষেপেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ