মাহমুদুল হাসান
বিশেষ প্রতিনিধি>
বিশ্ব বিখ্যাত ইসলামী বিশ্ববিদ্যালয় দারুল উলুম দেওবন্দের সাবেক শাইখুল হাদীস, সদরুল মোদাররেছিন আল্লামা মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. এর বাংলা ভাষায় রচিত স্মারকগ্রন্থ খুব শীঘ্রই পাঠকের ছোয়া পাবে।
দারুল উলুম দেওবন্দের শাইখুল হাদীস মুফতি আমিন পালনপুরীর নির্দেশনায় বাংলাদেশের প্রখ্যাত ওয়ায়েজ,শাইখুল হাদীস মুফতি ওমর ফারুক সন্ধিপীর সার্বিক ব্যবস্থাপ্পনায় বাংলা ভাষায় রচিত এই স্মরক গ্রন্থের কাজ প্রায় সম্পন্ন।
দেশের অভিজাত প্রকাশনী মাকতাবাতুল হিজাজ থেকে এ স্মারক গ্রন্থটি অচিরেই প্রকাশিত হতে যাচ্ছে।
আল্লামা সাঈদ আহমাদ পালনপুরী রাহমাতুল্লাহি আলাইহির জীবনাদর্শ যুগ যুগ মুসলিম উম্মাহকে পথ দেখাবে। হকের পথে রাহনুমায়ী করবে। তাই হযরতের জীবন-কর্ম, সংগ্রাম ও সাধনার নির্মোহ বিবরণ এবং শায়খের সান্নধ্যিপ্রাপ্তদরে আবগেময় স্মৃতিচারণ, অভিব্যক্তি, আত্মউপলব্ধির বর্ণনা নিয়ে বাংলা ভাষাভাষি মানুষদের জন্য এ স্মারকগ্রন্থ প্রকাশ করা হচ্ছে।
-এটি