শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬ ।। ৩ মাঘ ১৪৩২ ।। ২৮ রজব ১৪৪৭

শিরোনাম :
নারায়ণগঞ্জের ৫ আসনে হাতপাখা প্রতীকে লড়ছেন যারা চান্দিনায় খেলাফত মজলিসের নির্বাচন পরিচালনা কমিটির মতবিনিময় সভা ‘ইসলামী আন্দোলনের নেতাকর্মীর জামায়াতে যোগ দেওয়ার সংবাদ হীন উদ্দেশ্যপ্রণোদিত’ ফেনী জামিয়া ইসলামিয়ায় ৫ দিনব্যাপী বাংলা ভাষা ও সাহিত্য প্রশিক্ষণ কর্মশালা বেফাকের ৪৯তম পরীক্ষা শুরু, মোট শিক্ষার্থী তিন লাখ ৭৩ হাজার ‘বেওয়ারিশ লাশের সংখ্যা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরছে’ অপসাংবাদিকতার শিকার হয়েছি: আমিরে মজলিস পাকিস্তানে জানাজায় অংশ নিতে যাওয়ার পথে ট্রাক উল্টে নিহত ১৪ পোস্টাল ব্যালটের ডিজাইনে পরিবর্তন নিয়ে যা বললেন ইসি গুমের শিকার পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময়

মুফতি রিজওয়ান রফিকীর উপর হামলা, গাড়ি ভাঙচুর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সুফিয়ান ফারাবী
সাভার থেকে

ওয়ায়েজ ও মাদরাসা শিক্ষক মুফতি রিজওয়ান রফিকীর উপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। রোববার দিবাগত রাত ১ টার দিকে তেঁতুলঝোড়া ইউনিয়নের ভরারী মাহফিল থেকে ফেরার সময় অজ্ঞাদ দু’জন মোটরসাইকেল আরোহী তার উপর হামলা চালায়।

জানা যায়, প্রথমে মুফতি রিজওয়ান রফিকীকে লক্ষ্য করে তার পাশের জানালার উপর আঘাত করে। এতে গাড়ির কাচ ভেঙে যায়, এতে তিনি সামান্য আহত হন। অবস্থা বেগতিক দেখে ড্রাইভার দ্রুতবেগে গাড়ি চালাতে চাইলে হামলাকারীরা পেছন থেকে আবারো হামলা চালায়। এতে গাড়ির পেছনের অংশের কাচ ভেঙে চুরমার হয়ে যায়।

এ ঘটনায় মুফতি রিজওয়ান রফিকী বাদী হয়ে সাভার মডেল থানায় একটি জিডি করেছেন। এসআই এনামুল হক তৎক্ষণাৎ  মুফতি রিজওয়ান রফিকীকে সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।

ঘটনাস্থল পরিদর্শন শেষে এসআই এনামুল হক আওয়ার ইসলামকে বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে হামলা হয়েছে এতোটুকু নিশ্চিত হওয়া গেছে। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে, সেটা তদন্ত সাপেক্ষ বিষয়। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।

হামলা সম্পর্কে মুফতি রিজওয়ান রফিকী বলেন, আমি গতকালের বয়ানে চলমান কিছু বিষয়ে আলোচনা করেছি। এতে একটি নির্দিষ্ট মহল প্রশ্নবিদ্ধ হয়েছে। হয়তো কিছু মানুষের গায়ে লেগেছে কথাগুলো।

আমি বলেছিলাম, নাস্তিকরা চায়না নারীদের মুখ ঢাকা থাকুক। তারা চায় নারীরা পর্দাহীন অবস্থায় পথে-ঘাটে লাঞ্ছিত হোক। সুতরাং যারা মুখের পর্দা উঠিয়ে দিতে চায়, তারা প্রকারান্তে রাশেদ খান মেননের কথার সমর্থনে কথা বলছেন। এছাড়াও জনৈক বক্তার কিছু ভ্রান্ত ফতুয়া তুলে ধরে আগত মুসল্লিদের সতর্ক করার চেষ্টা করেছি। কিন্তু কারো নাম উচ্চারণ করা থেকে বিরত থেকেছি।

তিনি বলেন, মাহফিল শেষে আমরা যখন ফিরছিলাম তখন লালন সিএনজি পাম্প নিকটবর্তী একটা স্থানে কিছু যুবক আমাদের উপর হামলা চালায়। যদিও শারীরিকভাবে আমাদের কোনো ক্ষতি হয়নি, তবুও আমরা এটাকে আলেমদের বিরুদ্ধে একপ্রকার ষড়যন্ত্র মনে করছি।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ