শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬ ।। ৩ মাঘ ১৪৩২ ।। ২৮ রজব ১৪৪৭

শিরোনাম :
নারায়ণগঞ্জের ৫ আসনে হাতপাখা প্রতীকে লড়ছেন যারা চান্দিনায় খেলাফত মজলিসের নির্বাচন পরিচালনা কমিটির মতবিনিময় সভা ‘ইসলামী আন্দোলনের নেতাকর্মীর জামায়াতে যোগ দেওয়ার সংবাদ হীন উদ্দেশ্যপ্রণোদিত’ ফেনী জামিয়া ইসলামিয়ায় ৫ দিনব্যাপী বাংলা ভাষা ও সাহিত্য প্রশিক্ষণ কর্মশালা বেফাকের ৪৯তম পরীক্ষা শুরু, মোট শিক্ষার্থী তিন লাখ ৭৩ হাজার ‘বেওয়ারিশ লাশের সংখ্যা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরছে’ অপসাংবাদিকতার শিকার হয়েছি: আমিরে মজলিস পাকিস্তানে জানাজায় অংশ নিতে যাওয়ার পথে ট্রাক উল্টে নিহত ১৪ পোস্টাল ব্যালটের ডিজাইনে পরিবর্তন নিয়ে যা বললেন ইসি গুমের শিকার পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময়

মিয়ানমার থেকে ফিরলেন ৩২ বাংলাদেশি জেলে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়েই প্রতিবেশী দেশ মিয়ানমারের নৌবাহিনীর হাতে দুই ফিশিং ট্রলার ও জালসহ আটক ৩২ জন জেলেকে ফেরত দিয়েছে মিয়ানমার নৌবাহিনী। আজ রোববার তাদের টেকনাফ সীমান্ত দিয়ে দেশে ফেরত এনেছে কোস্টগার্ড।

কোস্টগার্ড সূত্র জানায়, আজ দুপুরের দিকে বাংলাদেশ-মিয়ানমার জলসীমার শূন্য রেখায় বাংলাদেশ কোস্টগার্ডের সৈয়দ নজরুল ইসলাম জাহাজের কমান্ডার এবং মিয়ানমার নৌবাহিনীর মধ্যে সৌজন্য বৈঠক হয়। বৈঠক শেষে ২টি ট্রলার ও ৩২জন জেলেকে বাংলাদেশ কোস্টগার্ড প্রতিনিধি দলের কাছে হস্তান্তর করা হয়। পরে তাদের টেকনাফ পয়েন্ট দিয়ে দেশে ফেরত আনা হয়।

কোস্টগার্ড জানিয়েছে, ফেরত আসা জেলেদের মধ্যে ১৮ জন নোয়াখালীর এবং ১৪ জন চট্টগ্রামের বাসিন্দা। আইনী প্রক্রিয়ার মাধ্যমে তাদের বাড়ি পাঠানোর পদক্ষেপ নেয়া হবে।

এর আগে ২১ ও ২৫ জানুয়ারি পৃথকভাবে গভীর বঙ্গোপসাগরে মাছ শিকারের সময় বাকলিয়া-১ ট্রলারের ১৯ জন এবং এফবি সাজ্জাদ-১ ট্রলারের ১৩ জনসহ ৩২ জন বাংলাদেশি জেলের ট্রলার বিকল হয়ে মিয়ানমার জলসীমার চিতাপরীক্ষা নামক এলাকায় ঢুকে পড়ে। পরে মিয়ানমার নৌবাহিনী তাদের উদ্ধার করে।

বিষয়টি অবগত হয়ে আকিয়াবে কর্মরত বাংলাদেশের কনস্যুলেটর মুহা. বারিকুল ইসলাম মিয়ানমার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। পরে আলোচনার মাধ্যমে দুই ফিশিং ট্রলারসহ জেলেদের দেশে ফেরত আনা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ