শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬ ।। ৩ মাঘ ১৪৩২ ।। ২৮ রজব ১৪৪৭

শিরোনাম :
নারায়ণগঞ্জের ৫ আসনে হাতপাখা প্রতীকে লড়ছেন যারা চান্দিনায় খেলাফত মজলিসের নির্বাচন পরিচালনা কমিটির মতবিনিময় সভা ‘ইসলামী আন্দোলনের নেতাকর্মীর জামায়াতে যোগ দেওয়ার সংবাদ হীন উদ্দেশ্যপ্রণোদিত’ ফেনী জামিয়া ইসলামিয়ায় ৫ দিনব্যাপী বাংলা ভাষা ও সাহিত্য প্রশিক্ষণ কর্মশালা বেফাকের ৪৯তম পরীক্ষা শুরু, মোট শিক্ষার্থী তিন লাখ ৭৩ হাজার ‘বেওয়ারিশ লাশের সংখ্যা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরছে’ অপসাংবাদিকতার শিকার হয়েছি: আমিরে মজলিস পাকিস্তানে জানাজায় অংশ নিতে যাওয়ার পথে ট্রাক উল্টে নিহত ১৪ পোস্টাল ব্যালটের ডিজাইনে পরিবর্তন নিয়ে যা বললেন ইসি গুমের শিকার পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময়

বাংলাদেশি আলেমদের প্রতি সৌদি শায়খের বিশেষ আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আল আমিন (বাপ্পি)
ময়মনসিংহ প্রতিনিধি

বাংলাদেশের উলামায়ে কেরামের প্রতি বিশেষ আহ্বান জানালেন সৌদি আরবের মক্কা শহরের মসজিদে উমর ইবনুল খাত্তাব রা.-এর খতিব শায়খ আব্দুল্লাহ্ আবু সাররাহ্।

তিনি বলেছেন, উলামায়ে কেরামকে রাসুল সা.-এর সুন্নতের অনুসরণ করতে হবে। অহংকার এবং হিংসা মুক্ত হয়ে জনসাধারণের মাঝে দাওয়াতের কাজ করতে হবে।

২৫ জানুয়ারি (শনিবার) এশার নামাজের পর, ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর কেন্দ্রীয় সীরাতুন্নাবী সা. সম্মেলনে বিশেষ অতিথির আলোচনায় তিনি এ আহ্বান জানান।

শায়খ আব্দুল্লাহ্ আবু সাররাহ বলেন, দাওয়াত কাজে কষ্ট হবে এটাই রাসুল সা. -এর সুন্নত। তাই রাসুল সা. যেভাবেদীনের দিকে মানুষকে দাওয়াত দিয়েছেন, আমরাও তার অনুসরণ করব,কষ্ট হলেও তা সহ্য করে নেব।

তিনি রাসুল সা. ক্ষমাশীলতা ও ধৈর্য নিয়েও আলোচনা করেন। তিনি বলেন,  ‘কেউ আমাকে কষ্ট দিলে আমি কষ্ট না নিয়ে উল্টো আমি তার কাছে ক্ষমা চেয়ে নেব, এতে করে ধৈর্য ধারণ করার ক্ষমতা তৈরি হবে। কেউ আমাকে গালি দিলে আমি তাকে ক্ষমা করে দেব, এতে করে নিজের ভেতর সহনশীলতা ও ক্ষমা করার আগ্রহ সৃষ্টি হবে।’

সম্মেলনে আগত সকল উলামায়ে কেরাম সরকারের কাছে কাদিয়ানীদের অন্যান্য দেশের মতো বাংলাদেশের মাটিতেও কাফের ঘোষণা করার দাবি জানান।

এদিকে সীরাতুন্নাবী সা. সম্মেলনটি আঞ্জুমান ঈদগাহ্ ময়দানে সকাল ১০টা থেকে শুরু হয় এবং মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

ইত্তেফাকের মজলিসে শুরার সভাপতি আল্লামা আব্দুর রহমান হাফেজ্জীর সভাপতিত্বে সম্মেলনে আরো উপস্থিত ছিলেন দারুল উলুম দেওবন্দ ভারতের তাহাফ্ফুজে খতমে নবুওয়তের বিভাগীয় প্রধান আল্লামা শাহ্ আলম গৌরখপুরী, মহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান, মাওলানা নূর হুসাইন কাসেমী, কলকাতা ভারতের মাওলানা সোহরাব আলী খাঁন কাসেমী, মাওলানাআব্দুল মালেক, মুফতি নজরুল ইসলাম কাসেমী, মাওলানা উবাইদুর রহমান খান নদভী, মাওলানা মাসউদুল করীম, মাওলানা খালেদ সাইফুল্লাহ্ আইয়ুবী প্রমুখ।

আগামী ২০২১ সালের ২৩ জানুয়ারি (শনিবার) ইত্তেফাকের কেন্দ্রীয় সীরাতুন্নাবী সা. সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ