বুধবার, ২১ জানুয়ারি ২০২৬ ।। ৭ মাঘ ১৪৩২ ।। ২ শাবান ১৪৪৭


রামলীলা ময়দানে ভাষণ দিবেন মোদী, শুধু তার নিরাপত্তায় ৫ হাজার সৈন্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: মধ্য দিল্লির রামলীলা ময়দানের আশপাশে নিরাপত্তা জোড়দার করা হয়েছে। যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রোববার একটি জনসভায় ভাষণ দিবেন।

দ্যা হিন্দুস্তান টাইমস জানায়, আসন্ন দিল্লি বিধানসভা নির্বাচনের জন্য রামলীলা ময়দান থেকে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রচার শুরু করবেন তিনি।

নিরাপত্তা সংস্থা রামলীলা ময়দানের আশেপাশের অঞ্চলগুলিকে নো-ফ্লাই অঞ্চল ঘোষণা করেছে, প্রধানমন্ত্রীর সমাবেশকে বন্ধ করার চেষ্টা হতে পারে এমন গোয়েন্দা তথ্য মাথায় রেখে এমন নিরাপত্তা নেয়া হয়েছে বলে জানা যায়।

রামলীলা মাঠ ও তার আশেপাশে প্রায় ৫,০০০ নিরাপত্তারক্ষী ও ট্রাফিক পুলিশ নিরাপত্তা জোড়দার করেছে। দিল্লি পুলিশ জানিয়েছে, জাতীয় নিরাপত্তা গার্ডের (এনএসজি) বিমানবিরোধী ও অ্যান্টি-ড্রোন স্কোয়াড যেকোন বিমান হামলা মোকাবেলায় অবস্থান নেওয়া হয়েছে।

দিল্লি পুলিশের মুখপাত্র মনদীপ সিং রন্ধাওয়া বলেছেন, যে কোনও অপ্রীতিকর ঘটনা রোধ করার জন্য বিশেষ নিরাপত্তা গোষ্ঠী (এসপিজি) এবং দিল্লি পুলিশের কর্মকর্তাদের সমন্বয়ে একটি থ্রি-লেয়ার সিকিউরিটি কভার বসানো হয়েছে।

এদিকে দেশেজুড়ে এনআরসি ও সিএএ-বিরোধী বিক্ষোভ চলছে দেশের আটটি প্রধান শহরে। এতে প্রায় নিহত হয়েছেন ২১ জন।

হিন্দুস্তান টাইমস থেকে আবদুল্লাহ তামিম

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ