আওয়ার ইসলাম: আফগানিস্তানের বর্তমান প্রেসিডেন্ট আশরাফ ঘানি দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হতে যাচ্ছেন। নির্বাচনের প্রাথমিক ফলাফল বলছে, নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ভালোভাবেই এগিয়ে আছে তিনি।
গত ২৮ সেপ্টেম্বর আফগানিস্তানে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রাথমিক ফলাফলে দেখা গেছে, ঘানি ৫০ দশমিক ৬৪ শতাংশ ভোট পেয়েছেন। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছে ৩৯ দশমিক ৫২ শতাংশ ভোট।
রোববার আফগানিস্তানের প্রেসিডেন্ট নির্বাচনের প্রাথমিক ফলাফল ঘোষণা করে দেশটির স্বাধীন নির্বাচন কমিশন (আইইসি)। সেখানে বলা হয়, ঘানির নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন আবদুল্লাহ আবদুল্লাহ। অন্যদিকে আফগানিস্তানের সাবেক প্রধানমন্ত্রী গুলবুদ্দিন হেকমাতিয়ার ৩ দশমিক ৮ শতাংশ ভোট নিয়ে তৃতীয় অবস্থানে আছেন।
প্রাথমিক ফলাফল ঘোষণার সময় আফগানিস্তানের স্বাধীন নির্বাচন কমিশনের চেয়ারপারসন হাওয়া আলম নুরিস্তানি বলেন, ‘সততার সঙ্গে দায়িত্ব নিয়ে আমরা কর্তব্য পালন করেছি। বিভিন্ন কারণে প্রাথমিক ফলাফল প্রকাশে দেরি হলো।’
এদিকে নির্বাচনে আশরাফ ঘানির প্রধান প্রতিদ্বন্দ্বী ড. আবদুল্লাহ আবদুল্লাহ নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে চূড়ান্ত ফলাফল ঘোষণার আগে আপিল দায়ের করার কথা বলেন তিনি।
ড. আবদুল্লাহর টিমের পক্ষ থেকে রোববার এক বিবৃতিতে বলা হয়েছে, আমরা এটা আরও একবার পরিষ্কার করতে চাই, এই কারচুপি ভোটের ফলাফল আমাদের টিম মেনে নেবে না।
নির্বাচন শেষ হওয়ার কয়েক দিনের মধ্যে আবদুল্লাহ এবং আশরাফ ঘানি নিজেরাই নিজেদের জয়ী হিসেবে ঘোষণা করেছিলেন। যদিও তারা এর স্বপক্ষে কোনো প্রমাণ দিতে পারেননি।
ফলাফল ঘোষণার পর, আবদুল্লাহর সমর্থকরা পুনঃতফসিল প্রতিরোধে উত্তরের সাতটি প্রদেশে আইইসি অফিসগুলিকে অবরুদ্ধ করে রাখেন। সূত্র: আল জাজিরা ও রয়টার্স।
-এএ