বুধবার, ২১ জানুয়ারি ২০২৬ ।। ৭ মাঘ ১৪৩২ ।। ২ শাবান ১৪৪৭


ধর্ষণ মামলায় যাবজ্জীবন দণ্ড পেলেন বিজেপি নেতা কুলদীপ সিং

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের উত্তর প্রদেশের আলোচিত উননাও ধর্ষণ মামলায় বিজেপি নেতা কুলদীপ সিং সিঙ্গারকে যাবজ্জীবন কারদণ্ড দিয়েছেন দিল্লির একটি আদালত। পাশাপাশি আড়াই মিলিয়ন রুপি জরিমানাও করা হয়েছে তাকে।

জানা যায়, ২০১৭ সালে চাকরি দেওয়ার লোভ দেখিয়ে ১৭ বছর বয়সী এক ভারতীয় নারীকে আটকে রেখে সপ্তাহব্যাপী ধর্ষণ করেন বিজেপি নেতা কুলদীপ সিং সিঙ্গার।

এ ঘটনায় তার বিরুদ্ধে ভারতের নারী ও শিশু সুরক্ষা আইনে একটি মামলা হয়। ওই মামলায় কুলদীপের ভাই অতুল সিঙ্গারসহ ছয় জনকে আটক করে পুলিশ। তবে অবৈধ আগ্নেয়াস্ত্র রাখার দায়ে পুলিশ ধর্ষণের শিকার হওয়া নারীর বাবাকেও আটক করে। পরে পুলিশ হেফাজতে তার মৃত্যু হয়। বাবার মৃত্যুর পর ওই নারী আত্মহত্যার চেষ্টা করলে এই মামলা ভারতব্যাপী আলোচনায় আসে।

ধর্ষণের শিকার ওই নারীর বক্তব্য, ঘটনার পরেই আমি পুলিশের কাছে এ ব্যাপারে অভিযোগ লেখাতে যাই। কিন্তু তারা তা গ্রহণ করতে অস্বীকৃতি জানায়। পরে তারা ওই অভিযোগ গ্রহণ করলেও নিয়ম মেনে তদন্ত করেনি।

২০১৯ সালের জুলাই থেকে ওই ধর্ষণের ঘটনা নিয়ে বিজেপি সরকারের কড়া সমালোচনা শুরু হয়। তীব্র সমালোচনার মুখে মামলাটি পুনরায় বিচারিক কার্যক্রমের আওতায় আসে। আর শেষ পর্যন্ত আদালত অভিযুক্ত বিজেপি নেতার বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষণা করলেন। সূত্র: বিবিসি

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ