শুক্রবার, ০২ মে ২০২৫ ।। ১৯ বৈশাখ ১৪৩২ ।। ৪ জিলকদ ১৪৪৬


উত্তর-পূর্ব দিল্লিতে ১৪৪ ধারা, গ্রেফতার ৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নাগরিকত্ব আইন নিয়ে বিক্ষোভের জেরে উত্তর-পূর্ব দিল্লিতে বড় সমাবেশে নিষেধাজ্ঞা জারি করেছে স্থানীয় প্রশাসন। জারি করা হয়েছে ১৪৪ ধারা। ওই ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। দায়ের করা হয়েছে ৪টি মামলা। পুলিশের দাবি, অপরাধের পুরনো রেকর্ড থাকা লোকেরাই বিক্ষোভে শামিল হয়েছিল।

শীর্ষ এক পুলিশকর্তা জানিয়েছেন, দুপুর একটার দিকে যখন বাচ্চাদের নিয়ে স্কুলবাসগুলি বাড়ি ফিরছে, তখন শুরু হয় বিক্ষোভ।  দিল্লির সীলমপুর থেকে ঝাফরাবাদগামী মিছিলের মধ্যে দিয়ে বিক্ষোভ শুরু হয়।

এর আগে, রোববার জামিয়ায় বিশ্ববিদ্যালয়ে পুলিশি হামলার পর থেকেই ভারতের রাজধানীর পরিবেশ উত্তপ্ত হয়ে রয়েছে।  বিনা অনুমতিতে গায়ের জোরে পুলিশ ক্যাম্পাসে ঢুকে শিক্ষার্থীদের ব্যাপক মারধর করেছে বলে অভিযোগ করেছেন চিফ প্রক্টর ওয়াসিম আহমেদ খান। - এনডিটিভি

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ