আওয়ার ইসলাম: বৈধ কাগজ না থাকায় ভারতের মহারাষ্ট্রে ১২ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে অ্যান্টি টেররিজম সেল।
জানা যায়, ভারতে অবৈধভাবে বসবাসের অভিযোগে সোমবার তাদের পালগর জেলা থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ১২ জনের মধ্যে ৯ জন নারী বলে জানিয়েছে পুলিশ। অ্যান্টি টেররিজম সেলের পুলিশ ইনস্পেক্টর মানসিং পাটিল জানান, বইসার এলাকায় ১২ বাংলাদেশি অবৈধভাবে বসবাস করছে- এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়।
তাদের কাছে বৈধ কোনো কাগজপত্র না থাকায় তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ১২ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে।
-এটি