বুধবার, ২১ জানুয়ারি ২০২৬ ।। ৬ মাঘ ১৪৩২ ।। ২ শাবান ১৪৪৭

শিরোনাম :
রমজান ও নির্বাচন সামনে রেখে এলপিজি সরবরাহ নিশ্চিতের নির্দেশ অর্ধশতাধিক আসনে খেলাফত মজলিসের মনোনয়ন প্রত্যাহার হান্নান মাসউদকে সমর্থন জানিয়ে জামায়াত প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার মায়ের দোয়া অনুষ্ঠানে ইমামকে অনন্য সম্মান তারেক রহমানের জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা মা-বোনদের স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড চালুর উদ্যোগ নিতে চাই : তারেক রহমান রমজানে একজন দক্ষ দাঈ হিসেবে গড়ে তোলার আয়োজন আস-সুন্নাহর ২৯ আসনে খেলাফত মজলিসের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ সিলেট-৩: মুসলেহ উদ্দীন রাজুকে সমর্থন জানিয়ে সরে গেলেন তিন প্রার্থী যে কারণে একের পর এক খুন করেন সম্রাট

পাট হতে পারে প্লাস্টিকের অন্যতম বিকল্প: পরিকল্পনামন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, দেশের হস্তশিল্পের প্রসার ঘটাতে হবে। যেকোনো হাতের কাজ করা জিনিস দেখতে অনেক সুন্দর। এ ধরনের জিনিস দেখলেই মন ভরে যায়। এটাই তো প্রকৃত শিল্প। আর সেটা যদি পাটের হয়, তবে তো কোনো কথাই নেই। আমরাও চাই পাট আবার ফিরে আসুক। প্লাস্টিক আমাদের ভীষণ ক্ষতি করছে। কাজেই প্লাস্টিকের অন্যতম বিকল্প হতে পারে পাট।

গতকাল বুধবার দুপুরে রাজধানীর ইস্টার্ন প্লাজার দ্বিতীয় তলায় অবস্থিত জারমার্টজ লিমিটেডের পাটপণ্য বিক্রয়কেন্দ্রের উদ্বোধনকালে পরিকল্পনামন্ত্রী এসব কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, শুধু আমাদের দেশে নয় বরং সারা বিশ্বেই পাটশিল্প ছড়িয়ে দিতে হবে। পাট ভালো বিকল্প হতে পারে প্লাস্টিকের। আজকে যে বিক্রয়কেন্দ্র দেয়া হয়েছে, এ ধরনের কাজে আমাদের সরকার, বিশেষ করে বর্তমান প্রধানমন্ত্রী খুবই উৎসাহ দেন। আমরা এর জন্য নানা ধরনের সহায়তাও দিচ্ছি।

তিনি বলেন, ‘আমরা চাই প্রাইভেট সেক্টরগুলো পাটের বহুমুখী পণ্য তৈরিতে এভাবেই এগিয়ে আসুক। আমরা তাদের নানা ধরনের সুযোগ-সুবিধা দেব।’

জারমার্টজের ব্যবস্থাপনা পরিচালক ইসমাত জেরিন খান জানান, আমরা পাটের বহুমুখী পণ্য রপ্তানি করি। দেশের মানুষ পাটের পণ্যের ব্যবহার বাড়াক আমরা এটাই চাই। এ লক্ষ্যেই এটা আমাদের প্রথম বিক্রয়কেন্দ্র। এ সময় পর্যায়ক্রমে রাজধানীর গুলশান, বনানীসহ প্রতিটি জেলায় জারমার্টজ লিমিটেডের শোরুম নেয়ার পরিকল্পনা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

এ সময় জারমার্টজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইসমাত জেরিন খান, চেয়ারম্যান ব্যারিস্টার নূর উল মতিন জ্যোতি এবং এসএমই ফাউন্ডেশনের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) শাহিন আনোয়ার প্রমুখ উপস্থিত ছিলেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ