মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫ ।। ৭ আশ্বিন ১৪৩২ ।। ১ রবিউস সানি ১৪৪৭

শিরোনাম :
জাতীয় নির্বাচন জুলাই সনদের আইনি ভিত্তিতেই হতে হবে : মাওলানা আবদুল হালিম  আমাদের লক্ষ্য দেশকে কল্যাণ রাষ্ট্রে রূপান্তর করা: পীর সাহেব চরমোনাই আমরা কুমিল্লা বিভাগ প্রতিষ্ঠা করব : খোন্দকার মোশাররফ পেছাল রাকসু নির্বাচন, নতুন তারিখ ১৬ অক্টোবর ফের গাজা থেকে ইসরায়েলে রকেট হামলা ফরিদপুরের ভাঙ্গায় পরিত্যক্ত ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার ভোলার বোরহানউদ্দিনে সিরাত মাহফিল অনুষ্ঠিত  সংস্কার ও বিচার নিশ্চিত হলে আগামীকালই নির্বাচন দেন : পীর সাহেব চরমোনাই ‘চরমোনাই পীরকে নিয়ে বিরূপ মন্তব্য, প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এ্যানীকে’ উত্তরখানে ইত্তেহাদুল উলামার কাউন্সিল, নতুন নেতৃত্বের অভিষেক

মাওলানা আবদুল জব্বার রহ.-কে নিয়ে স্মারক প্রকাশের সিদ্ধান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়ার মহাসচিব মাওলানা মুহাম্মদ আবদুল জব্বার জাহানাবাদী রহ.-এর ‘জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনা সভা এবং দোয়া মাহফিল হয়েছে।

মাওলানা শেখ আবদুল জব্বার জাহানাবাদী রহ. ফাউন্ডেশনের উদ্যোগে সোমবার (২ ডিসেম্বর) ঢাকার কাজলা ভাঙ্গাপ্রেসের দারুল ফোরকান মাদরাসা মিলনায়তনে বাদ আসর এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।

মাওলানা কবির আহমদ আড়াইহাজারীর সভাপতিত্বে ও মাওলানা ওয়াহিদুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন, বেফাকের সহ সভাপতি মুফতি মুহাম্মদ ওয়াক্কাস।

এ স্মরণসভা থেকে মাওলানা শেখ মুহাম্মদ আবদুল জব্বার জাহানাবাদী রহ. এর ‘জীবন ও কর্মের উপর স্মারকগ্রন্থ প্রকাশের সিদ্ধান্ত নেয়া হয়। এ উপলক্ষ্যে সাত সদস্যের একটি কমিটিও গঠন করা হয়।

অধ্যাপক মাওলানা যোবায়ের আহমদ চৌধুরীকে কমিটির আহ্বায়ক ও মুফতি মুহাম্মদ তৈয়ব হোসাইনকে সদস্য সচিব নির্বাচন করা হয়। এছাড়াও কমিটিতে মাওলানা কবির আহমদ আড়াইহাজারী, মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা এ কে এম আশরাফুল হক, মাওলানা আহসান হাবীব সদস্য হিসেবে থাকবেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আব্দুল লতিফ নেজামী, বেফক মহাপরিচালক অধ্যাপক মাওলানা যোবায়ের আহমদ চৌধুরী।

সভায় আলোচনা করেন- মুফতি মুহাম্মদ তৈয়ব হোসাইন, মাওলানা আতাউর রহমান আতেকী, মুফতি হেলাল উদ্দিন হাবিবী, মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা সানাউল্লাহ ফিরুজী, মাওলানা এ কে এম আশরাফুল হক, মাওলানা হুসাইন আহমদ, মাওলানা আহসান হাবীব।

-এএ/আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ