আওয়ার ইসলাম: ফিলিস্তিনি ভূখণ্ড অধিকৃত গাজা উপত্যকার সমুদ্র উপকূলে একটি কৃত্রিম দ্বীপ নির্মাণ করতে চাইছে দখলদার ইসরায়েল। রবিবার ইহুদিবাদী গণমাধ্যম চ্যানেল-টু এর বরাতে আল ওতান বয়েজ এ খবর নিশ্চিত করেছে।
খবরে জানানো হয়েছে, গত সপ্তাহে ইসরায়েলি প্রশাসনমন্ত্রী নাফতালি বেন্ট গাজার সমুদ্রোপকূলীয় অঞ্চলে আন্তর্জাতিক অর্থায়নে একটি কৃত্রিম দ্বীপ নির্মাণের আশাবাদ ব্যক্ত করেছেন। আর এজন্য সংশ্লিষ্টদের তিনি এ সংক্রান্ত গবেষণা শুরুরও ইংগিত দিয়ে রেখেছেন।
চ্যানেল-টু জানিয়েছে, তবে কৃত্রিম দ্বীপ নির্মাণ-পরিকল্পনার পক্ষে সবার আগে কথা শুরু করেছিলেন পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ। কিন্তু সাবেক প্রশাসনমন্ত্রী অ্যাভিগডোর লাইবারম্যান কৃত্রিম দ্বীপ স্থাপনের বিষয়টির প্রতি নেতিবাচক মত দেন।
দুনিয়া আল ওতান অবলম্বনে বেলায়েত হুসাইন
আরএম/