আওয়ার ইসলাম: চীন বহুদিন ধরে নির্যাতন চালিয়ে আসছে মসুুলিমদের উপর। তাদেরকে বাধ্যও করছে নানান গর্হিত কাজে। উইঘুর মুসলিম শিশুদের মূর্তির সামনে মাথা নত করতে বাধ্য করছে বলে অভিযোগ উঠেছে সম্প্রতি। মুসলিম শিশুদের হান চাইনিজ হিসেবে গড়ে তুলতেই এ উদ্যোগ নিয়েছে চীনা সরকার।
চীনে উইঘুরদের অধিকার নিয়ে কাজ করা অস্ট্রেলিয়ান মানবাধিকার-কর্মী আরসালান হিদায়াত এ তথ্য জানিয়েছেন।
এক টুইট বার্তায় তিনি জানান, অবিশ্বাস্য হলেও সত্য, উইঘুর মুসলিম শিশুদের মূর্তির সামনে রুকুর মতো মাথা নত করতে বাধ্য করা হচ্ছে। এর বিরুদ্ধে কথা বলার মত সাহস কারো নেই। মানবাধিকার কর্মীরা আজ নিরব চীন কর্তৃপক্ষের কাছে।
ডিটেনশন ক্যাম্পে ১০ লাখেরও বেশি উইঘুর মুসলিমকে আটকে রেখেছে চীন কর্তৃপক্ষ। তাদেরকে ইসলাম পালন তো দূরের কথা, বরং বাধ্য করা হচ্ছে অনৈসলামিক সব কাজে। যদিও চীন গরীবদের মধ্য আয়ে, ও অশিক্ষিতদের শিক্ষিত করতে ডিটেনশন ক্যাম্পের নামে এ নির্যাতন চালাচ্ছে মুসলিমদের উপর। তাদের দাবি তারা দেশ উন্নত করতে তাদের ডিটেনশন ক্যাম্পে নিয়ে এসেছে। বিজনেস ইনসাইডার
-এটি