বেলায়েত হুসাইন: পাকিস্তান জমিয়তে ওলামায়ে ইসলাম (ফ) এর নেতা মুফতি কেফায়াতুল্লাহর ওপর অতর্কিত হামলার কঠোর নিন্দা জানিয়েছে জামাতে ইসলামি পাকিস্তান।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) পাক-জামাতের অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে দলের পক্ষ থেকে এ নিন্দা জানানো হয়।
পাক-জমিয়তের প্রভাবশালী নেতা মুফতি কেফায়াতুল্লাহর ওপর এরূপ নৃশংস হামলা অগণতান্ত্রিক আখ্যা দিয়েছে দলটির হাইকমান্ড।
পাকিস্তান জামাতে ইসলামির নায়েবে আমির লিয়াকত বালুচ বলেন, প্রথমে মুফতি কেফায়াতুল্লাহকে গ্রেফতার, তারপর তার ওপর পাশবিক এই হামলা অমানবিক ও গণতন্ত্রের সঙ্গে সাংঘর্ষিক। আমরা এর কঠোর নিন্দা জানাই।
ইমরান খান-সরকার ফ্যাসিবাদের সব অপকৌশল ব্যবহার করে সমাধানের পথ রুদ্ধ করে রেখেছেন বলেও মন্তব্য করেছেন তিনি।
প্রসঙ্গত, গত বুধবার সকালে বাইদাড়াহ ইন্টারচেঞ্জ এলাকার কাছে অজ্ঞাত পরিচয় পাঁচজন সন্ত্রাসী মুফতি কেফায়াতুল্লাহর গাড়ি আটকে দিয়ে লোহার রড দিয়ে তার ওপর হামলা করে। এতে তার একটি হাত ভেঙে গেছে বলে জানা যায়।
এসময় তার দুই ছেলে ও একজন সঙ্গীও মারাত্মক আহত হয়েছেন। আহতদের চিকিৎসা দেয়ার জন্য কিং আব্দুল্লাহ টিচিং হাসপাতালে ভর্তি করা হয়।
-এএ