মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ ।। ৬ মাঘ ১৪৩২ ।। ১ শাবান ১৪৪৭

শিরোনাম :
রমজান ও নির্বাচন সামনে রেখে এলপিজি সরবরাহ নিশ্চিতের নির্দেশ অর্ধশতাধিক আসনে খেলাফত মজলিসের মনোনয়ন প্রত্যাহার হান্নান মাসউদকে সমর্থন জানিয়ে জামায়াত প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার মায়ের দোয়া অনুষ্ঠানে ইমামকে অনন্য সম্মান তারেক রহমানের জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা মা-বোনদের স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড চালুর উদ্যোগ নিতে চাই : তারেক রহমান রমজানে একজন দক্ষ দাঈ হিসেবে গড়ে তোলার আয়োজন আস-সুন্নাহর ২৯ আসনে খেলাফত মজলিসের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ সিলেট-৩: মুসলেহ উদ্দীন রাজুকে সমর্থন জানিয়ে সরে গেলেন তিন প্রার্থী যে কারণে একের পর এক খুন করেন সম্রাট

ইরাকে নিরাপত্তারক্ষী বাহিনীর গুলিতে ২৫ বিক্ষোভকারী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরাকে নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর গুলিবর্ষণে কমপক্ষে ২৫ বিক্ষোভকারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ২৩৩ জন। গতকাল বৃহস্পতিবার ইরাকের দক্ষিণ অংশের শহর নাসিরিয়াতে এ ঘটনা ঘটে।

বিক্ষোভকারীরা দুটি সেতু দখল করে আটকে রাখলে তাদের সেখান থেকে ছত্রভঙ্গ করতে গুলি ছোড়ে নিরাপত্তা রক্ষাকারী বাহিনী। গুলি ছাড়াও বিক্ষোভকারীদের লক্ষ্য করে মুহুর্মুহু কাঁদানে গ্যাসও ছোড়া হয়। খবর বিবিসি’র

ইরাকের সেনাবাহিনী জানায়, নিরাপত্তার কথা চিন্তা করে ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে একটি জরুরি ইউনিট গঠন করা হয়েছে।

‘প্রধানমন্ত্রী আদেল আবদেল মাহদি ও সশস্ত্র বাহিনী প্রধানের নির্দেশে জরুরি এ ইউনিটে বেশ কয়েকজন সেনা কমান্ডারকে নিয়োগ দেওয়া হয়েছে। নিরাপত্তা বজায় রাখতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে,’ বলেও জানানো হয়।

এদিকে ভয়াবহ সহিংসতার পর নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর প্রধানকে বরখাস্ত করা হয়েছে। কেবল একদিন আগেই তাকে ওই পদে দায়িত্ব দেয়া হয়েছিল।

প্রসঙ্গত, গত মাস থেকেই বেকারত্ব সমস্যা, উন্নত সরকারি সেবার দাবি ও দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ করে আসছেন ইরাকিরা। ইরাকের অভ্যন্তরীণ বিষয়ে ইরানের অতিরিক্ত হস্তক্ষেপের কারণেও ক্ষুব্ধ তারা।

বিক্ষোভের অংশ হিসেবে বুধবার নাজাফ শহরে ইরানি কনস্যুলেটে আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা। এ ঘটনার পর কর্তৃপক্ষ সেখানে কারফিউ জারি করে। এরই জের ধরে বিক্ষোভকারীদের সরাতে চাইলে ভয়াবহ এ সহিংসতার সূত্রপাত হয়। এ নিয়ে এক মাসেরও দীর্ঘ সময় ধরে চলমান এ আন্দোলনে কমপক্ষে ৪০ জনেরও বেশি ইরাকি নিহত হলো।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ