সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫ ।। ৭ আশ্বিন ১৪৩২ ।। ৩০ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
সত্তর হাজার কালেমা পড়লে কি মাগফিরাত পাওয়া যায়? ঢাবির হল রিডিংরুমে বসছে এসি, সংস্কার হবে ক্যান্টিনও: ডাকসু জিএস ধর্ষণে অন্তঃসত্ত্বা মাদরাসা ছাত্রী, অভিযুক্ত জামায়াতকর্মী গ্রেপ্তার. ইসলামকে একটি বার সুযোগ দেওয়ার অনুরোধ শায়খে চরমোনাইয়ের বক্তা আমির হামজার বক্তব্য মনগড়া ও অসত্য: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেবে বিআরটিএ নিজ খরচে দৃষ্টিনন্দন মসজিদ নির্মাণ করলেন তামিম ইকবাল ফজলুর রহমানের মন্তব্যের প্রতিবাদ ডাকসু নেতাদের জাতিসংঘ অধিবেশনে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী আরও দুই নেতা যেসব দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে 

রাতে ঘুমানোর আগে সফলরা যা করেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বুশরা জান্নাত: সকলেই সফল হওয়ার রহস্য তালাশ করে থাকেন। এ ক্ষেত্রে সফল ব্যক্তিদের দিনরাতের অনুসরণ করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। এ কারণে আজ সফল মানুষেরা ঘুমানোর আগে কী করেন তা তুলে ধরা হলো।

১. দিনের কাজ দিনেই গুছিয়ে ফেলেন

সফল মানুষেরা দিনের যেসব কাজগুলো ছিল সেগুলো গুছিয়ে ফেলে। ইতি টেনে নেন দৈনিক কাজের। সহসা গভীর রাতে টেনে নিয়ে যান না দিনের কাজ। একটি নির্দিষ্ট জায়গাতে শেষ টানেন প্রাত্যহিক কাজ।

২. তারা বই পড়ে

পৃথিবীর বেশিরভাগ সফল লোকের অসাধারণ পাঠক। তারা অন্যরা কি বলেছে, কি লেখেছে সেখান থেকে শেখার চেষ্টা করেন। বিল গেটস রাতের বেলা বই বা আর্টিকেল পড়েন ঘুমানোর আগ পর্যন্ত। মার্ক জুকারবার্গ ও নিয়মিত পড়াশুনা করেন।

৩. পরিবার ও বন্ধুদের সাথে ভালো সময় কাটান

পরিবার ও বন্ধুদের সাথে সময় কাটালে আপনি ভালো বোধ করবেন। বন্ধুদের সাথে খোশগল্প আপনার শরীরে উপকারী হরমোন নিঃসরন ঘটায় যা সুস্থতার জন্য জরুরী। সন্ধ্যা বেলাটা তাই পরিবার ও বন্ধুদের সাথে কাটালে ভালো ঘুম হতে পারে যেটা আগামী দিনটি শুরু করার জন্য দরকার!

৪. তারা আগামী দিনের পরিকল্পনা করে ফেলে

সফল লোকেরা সফল কারণ তারা পরিকল্পনায় সফল। বলা হয়ে থাকে যদি তুমি সফল হওয়ার জন্য তুমি কোন পরিকল্পনা না করো তাহলে তুমি ব্যর্থ হওয়ার পরিকল্পনা করছো। সফল লোকেরা তাই আগামীদিন কি করবে তার খসরা করে ফেলে। পরিকল্পনা লেখার জন্য রয়েছে ডায়রী, খাতা বা আধুনিক নোটবুক, ল্যাপটপ, স্মার্টফোন বা এন্ড্রয়েড সেটটি!

৫. দুনিয়া থেকে বিচ্ছিন্ন করে দেয়

সফল লোকদের জগতটা বিশাল। ইচ্ছা করলে ২৪ ঘন্টাই ব্যস্ত থাকতে পারেন। কিন্তু শরীর ও মন ও তো আছে। শরীর-মনের সুস্থতার জন্য স্বাভাবিক ঘুম ও বিশ্রাম জরুরী। ভালো ঘুমের জন্য বাইরের দুনিয়া থেকে বিচ্ছিন্ন হতে হবে। আমাদের মোবাইল ও কম্পিউটার আমাদেরকে সবসময় সংযুক্ত রাখে। কিন্তু আপনাকে নিজের সাথেও তো সময় কাটাতে হবে। রাতে সফল মানুষেরা তাই আনপ্লাগ করে ফেলেন মোবাইল, সামাজিক যোগাযোগ মাধ্যম ও কম্পিউটার থেকে।

সূত্র: বিজনেস ওয়ার্ল্ড

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ