মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ ।। ৫ মাঘ ১৪৩২ ।। ১ শাবান ১৪৪৭


পেছালো আবরার হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে (২১) পিটিয়ে হত্যার ঘটনায় ছাত্রলীগের নেতাকর্মীসহ ১৯ জনের বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় পিছিয়েছে।

বুধবার প্রতিবেদন দাখিলের দিন ধার্য থাকলেও তা জমা দেননি মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ওয়াহিদুজ্জামান। ফলে মামলার তদন্ত প্রতিবদেন দাখিলের জন্য ১৮ নভেম্বর দিন ধার্য করেছেন ঢাকা মহানগর হাকিম কায়সারুর ইসলাম।

বিষয়টি নিশ্চিত করেছেন চকবাজার থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক মাজহার।

উল্লেখ্য, গত ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরে বাংলা হলের ২০১১ নম্বর কক্ষে নিয়ে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরারকে হত্যা করে বুয়েট শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।

এ ঘটনায় আবরারের বাবা বরকত উল্লাহ বাদী হয়ে ১৯ জনের বিরুদ্ধে চকবাজার থানায় মামলা করেন। এজারহারভুক্ত পলাতক আসামিদের দ্রুত গ্রেপ্তার এবং আবরার হত্যার মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের দাবি জানিয়ে আসছে আবরারের পরিবার।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ