মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ ।। ৫ মাঘ ১৪৩২ ।। ১ শাবান ১৪৪৭


পল্টনে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর পল্টন থেকে ছয় বছর বয়সি এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। সানি নামে শিশুটির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

গতকাল রোববার রাত পৌনে ১০টার দিকে পল্টন থানার অলিম্পিক ভবনের পাশের মোড় থেকে লাশটি উদ্ধার করা হয়। শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারণা।

জাানা যায়, শিশুটির বাবার নাম সাগর শেখ। মা ঝর্ণা বেগম। কোনো থাকার জায়গা না থাকায় শিশুটির পরিবার ওই এলাকায় ভাসমান অবস্থায় জীবনযাপন করে।

পল্টন থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আনোয়ার হোসেন বলেন, শিশুটি জাতীয় স্টেডিয়ামের তিন নম্বর গেট এলাকায় বাবা-মার সঙ্গে ফুটপাতে ঘুমাতো। শনিবার সন্ধ্যার পর থেকে তাকে পাওয়া যাচ্ছিল না। পরদিন সকালে অলিম্পিক ভবনের সামনের ফুটপাত থেকে বস্তার মধ্যে তোশকে পেঁচানো অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। লাশটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ