মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ ।। ৫ মাঘ ১৪৩২ ।। ১ শাবান ১৪৪৭


গ্রীসের মুফতি ইব্রাহীম শরীফ কারাগারে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গ্রীসের উত্তর-পূর্বাঞ্চলীয় ওয়েস্টার্ন থ্রেস প্রদেশের কম্টিনি শহরের নিবাসী মুফতি ইব্রাহীম শরীফকে সেদেশের আদালত ৮০ দিনে কারাদণ্ডে দণ্ডিত করেছে খবর পাওয়া গেছে।

জানা যায়, মুফতির মর্যাদা দখলের অভিযোগে ইব্রাহিম শরীফের বিচার করা হয়েছে। তিনি ওয়েস্টার্ন থ্রেসের প্রদেশের কম্টিনি শহরে একজন নির্বাচিত মুসলিম মুফতি। এই প্রদেশে প্রায় এক লাখ ৫০ হাজার মুসলিম অধিবাসী রয়েছে।

১৯৯৯ সালেও মুফতি ইব্রাহীম শরীফকে একই অভিযোগে অভিযুক্ত করা হয়েছিল, তবে ইউরোপীয় মানবাধিকার আদালতে অভিযোগ করা হলেও তখন তার কোন সাজা হয়নি।

১৯৯০ সালে কম্টিনি শহরের মুসলমানরা ভোট দেওয়ার মাধ্যমে তাকে শহরের মুফতি হিসেবে নির্বাচন করেন।

গ্রিসে মুসলমানদের জন্য মুফতি বাছাইয়ের বিষয়টি সাম্প্রতিক দশকগুলিতে একটি বিতর্কিত বিষয় হয়ে দাঁড়িয়েছে।

অটোমান সাম্রাজ্য এবং গ্রীসের মধ্যে ১৯১৩ অ্যাথেন্স চুক্তি অনুসারে, গ্রিসের মুসলিম অঞ্চলের মুফতিদের নির্বাচনের মাধ্যমে মুসলমানরা নির্ধারণ করবেন।

তবে ১৯৯১ সালে দেশটির কর্তৃপক্ষ এই চুক্তিটি বাতিল করে নতুন আইন প্রণয়ন করেছে। নতুন আইন অনুযায়ী, মুসলিম এলাকায় সরকারের পক্ষ থেকে মুফতিদের নিয়োগ দেওয়া হবে। ইকনা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ