আওয়ার ইসলাম: পাকিস্তানের জমিয়তে উলামায়ে ইসলাম (ফ) এর সাধারণ সম্পাদক আবদুল গাফুর হায়দারি প্রধানমন্ত্রীর সহায়তার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। খবর ডেইলি জংয়ের।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর উচিত তার দেয়া ত্রাণ তার পকেটে তার সমর্থকদের জন্য রেখে দেয়া।আমাদের স্বেচ্ছাসেবকদের অফুরন্ত খাবার দাবার আছে।
আবদুল গাফুর হায়দারি আরো বলেন, আমরা আমাদের সহায় সম্বলের ব্যবস্থা করেই আজাদি মার্চে এসেছি। আমরা নিজেদের যত্ন নিতে পারি। আমাদের সহায়তার প্রয়োজন নেই।
জেনারেল সেক্রেটারি বলেন, বৃষ্টি হওয়া আমাদের জন্য কল্যাণকর। যদিও এই সরকার জাতির জন্য আল্লাহর ক্রোধ।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী ইমরান খান বৃষ্টি এবং পরিবর্তিত মৌসুমে মার্চের অংশগ্রহণকারীদের সহায়তা করার জন্য সিডিএকে আদেশ করেছিলেন।
সোশ্যাল নেটওয়ার্কিং সাইট টুইটারে এক বিবৃতিতে প্রধানমন্ত্রী ইমরান খান সিডিএ চেয়ারম্যানকে অবিলম্বে আজাদি মার্চের স্থান পরিদর্শন করার আদেশ জারি করেছেন এবং আজাদি মার্চের অংশগ্রহণকারীদের সহায়তা দেওয়ার নির্দেশনাও দিয়েছেন।
প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, সিডিএ চেয়ারম্যানের উচিত বর্ষা এবং পরিবর্তিত মৌসুমে আবহাওয়ার প্রতিকূলতায় আজাদি মার্চে অংশগ্রহণকারীদের সব ব্যবস্থা করা। তাদের কোনো সহায়তার প্রয়োজন আছে কি না লক্ষ্য রাখা।
গতরাতে ইসলামাবাদে বজ্রপাতে শীতের তীব্রতা বেড়েছে, প্রবল বাতাসের কারণে মার্চে অংশগ্রহণকারীদের অবস্থান কষ্টকর হয়ে পড়েছিলো। বেশ কয়েকটি অস্থায়ী তাবু ছিঁড়ে গিয়েছে। বেশ কয়েকজন অংশগ্রহণকারী মেট্রো স্টেশনে রাত কাটাতে হয়েছে। তাই প্রধানমন্ত্রী ইমরান খান তাদের জন্য সহায়তা প্রেরণের নির্দেশ দিয়েছিলেন।
ডেইলি জং অবলম্বনে আবদুল্লাহ তামিম
-এটি