আওয়ার ইসলাম: মৌলভীবাজারের জুড়ীর ফুলতলা সীমান্তের ১৮২৩/২৬-এস নং পিলার এলাকায় ছয় বাংলাদেশিকে গুলি করে আহত করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গুলিবিদ্ধদের মধ্যে একজনকে হাসপাতালে ভর্তি করেছে বিজিবি, অন্যরা পালিয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
বৃহস্পতিবারের এ ঘটনায় গুলিবিদ্ধ দুই জনের পরিচয় জানা গেছে। এর মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন বাপ্পা মিয়া (৩২) জুড়ী উপজেলার পূর্ব বটুলি গ্রামের আব্দুর রউফের ছেলে। গুলিবিদ্ধ হওয়ার পর পালিয়ে যাওয়াদের মধ্যে একজন আব্দুল কালাম (৩০)। তিনি একই এলাকার সফিক মিয়ার ছেলে।
বিজিবি ও স্থানীয়রা জানান, কয়েকজন বাংলাদেশি ফুলতলা সীমান্ত দিয়ে ভারতীয় চোরাই গরু আনতে গেলে গুলি ছুড়ে বিএসএফের ১৬৬ নং ব্যাটালিয়নের ইয়াকুবনগর ক্যাম্পের টহল দল। এতে ছয়জন গুলিবিদ্ধ হয়। খবর পেয়ে বিজিবির টহল দল ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ বাপ্পা মিয়াকে আটক করে হাসপাতালে ভর্তি করে। এসময় অন্যরা পালিয়ে যায়।
জানা গেছে, গুলিবিদ্ধ আব্দুল কালাম পালিয়ে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অন্যরা আটকের ভয়ে আত্মগোপনে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় গতকাল বিকেলে বিএসএফের কাছে প্রতিবাদলিপি পাঠিয়েছে বিজিবির ৫২ নং ব্যাটালিয়ন।
বিষয়টি নিশ্চিত করে জুড়ী থানার ওসি জাহাঙ্গীর হোসেন বলেন, বিএসএফের গুলিতে ছয় বাংলাদেশি বিদ্ধ হয়েছেন। তবে ঠিক কতজন সীমান্তে গরু আনতে গিয়েছিল, তা নিশ্চিত হওয়া যায়নি।
-এএ