মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ ।। ২৯ পৌষ ১৪৩২ ।। ২৪ রজব ১৪৪৭

শিরোনাম :
‘কার্যকর বিচারব্যবস্থা অনুপস্থিত থাকায় দেশে অপরাধ প্রবণতা বাড়ছে’ নির্বাচন ডাকাতি যেন আর কখনো না ঘটতে পারে সেই ব্যবস্থা করতে হবে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে আর কখনও রাতের ভোট হবে না: আলী রীয়াজ এবার খামেনির পক্ষে ইরানের রাস্তায় লাখ লাখ মানুষ! কায়কোবাদকে ফের সংসদে দেখতে চায় মুরাদনগর উপজেলা জমিয়ত ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’ বিস্মিত বিচারকের প্রশ্ন ‘মোশাররফ ঠাকুরের বক্তব্য অবমাননাকর, তাকে ক্ষমা চাইতে হবে’ নানুপুর মাদরাসার খতমে বুখারি ও দোয়া মাহফিল ১৬ জানুয়ারি ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ ভ্যান, দুই ভাইসহ নিহত ৩ ‘নিকাব নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে মোশাররফ ঠাকুরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে’

প্রাণের ঘি, রাধুনীর ধনিয়া-জিরা গুঁড়াসহ ১১ পণ্যের লাইসেন্স স্থগিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রাণ ডেইরির ঘি প্রিমিয়াম এবং স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের রাধুনী ধনিয়া ও জিরা গুঁড়াসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ১১ পণ্যের লাইসেন্স স্থগিত করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

আজ মঙ্গলবার (১১ মে) প্রতিষ্ঠানগুলোর পণ্যের লাইসেন্স স্থগিত করা হয়েছে। নিশ্চিত করেছেন বিএসইটিআইয়ের পরিচালক প্রকৌশলী এস এম ইসহাক আলী।

তিনি বলেন, 'লাইসেন্স বাতিলকৃত পণ্য বিক্রি-বিতরণ ও বাণিজ্যিক বিজ্ঞাপন প্রচার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট উৎপাদনকারী, সরবরাহকারী, পাইকারি ও খুচরা বিক্রেতাদের নির্দেশ দেওয়া হয়েছে। বাতিল পণ্যগুলো বাজার থেকে সরিয়ে নিতে ৭২ ঘণ্টা সময় দেওয়া হয়েছে। একইসঙ্গে ভোক্তা সাধারণকে উক্ত পণ্যগুলো ক্রয় হতে বিরত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে।'

বিএসটিআইয়ের পরিচালক বলেন, সম্প্রতি সার্ভিল্যান্সের মাধ্যমে খোলাবাজার হতে বিভিন্ন পণ্যের ৪০৬টি নমুনা ক্রয় করে পরীক্ষা করা হয়। প্রথম ধাপে প্রাপ্ত ৩১৩টি পরীক্ষণ প্রতিবেদনের মধ্যে ৫২টি নমুনা নিন্মমানের পাওয়া যায়; যার ২৫টি প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল, একটির স্থগিত ও ২৬টি প্রতিষ্ঠান পণ্যের মান উন্নয়নে সক্ষম হওয়ায় পণ্য বিক্রি-বিতরণের জন্য পুনরায় অনুমোদন দেয়া হয়েছে।'

প্রতিষ্ঠানগুলো হচ্ছে- প্রাণ ডেইরি লিমিটেডের ‘ঘি প্রাণ প্রিমিয়াম’ (পলাশ, নরসিংদী), স্কয়ার ফুড এন্ড বেভারেজ লিমিটেডের রাধুনী ধনিয়ার গুঁড়া, স্কয়ার ফুড এন্ড বেভারেজের রাধুনী জিরার গুঁড়া (পাবনা, শালগাড়িয়া), হাসেম ফুডস লিমিটেডের লাচ্ছা সেমাই কুলসন (নারায়ণগঞ্জ, রূপগঞ্জ)।

যমুনা কেমিক্যাল ওয়ার্কসের ঘি এ-৭ (চট্টগ্রাম), কুইন কাউ ফুড প্রোডাক্টসের বাটার অয়েল গ্রিন মাউন্টেন (চট্টগ্রাম, রাজাখালী), এস এ সল্ট ইন্ডাস্ট্রিজের আয়োডিনযুক্ত লবণ মুসকান (চট্টগ্রাম, বোয়ালখালী), কনফিডেন্স সল্ট লিমিটেডের আয়োডিনযুক্ত লবণ কনফিডেন্স (চট্টগ্রাম, আগ্রাবাদ)।

জে কে ফুড প্রোডাক্ট লিমিটেডের লাচ্ছা সেমাই মদিনা (ঝালকাঠি, সদর), বিসমিল্লাহ সল্ট ফ্যাক্টরির আয়োডিনযুক্ত লবণ উট এবং জনতা সল্ট মিলস আয়োডিন যুক্ত লবণ নজরুল (চাঁদপুর)।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ