বুধবার, ২১ জানুয়ারি ২০২৬ ।। ৭ মাঘ ১৪৩২ ।। ২ শাবান ১৪৪৭

শিরোনাম :
রমজান ও নির্বাচন সামনে রেখে এলপিজি সরবরাহ নিশ্চিতের নির্দেশ অর্ধশতাধিক আসনে খেলাফত মজলিসের মনোনয়ন প্রত্যাহার হান্নান মাসউদকে সমর্থন জানিয়ে জামায়াত প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার মায়ের দোয়া অনুষ্ঠানে ইমামকে অনন্য সম্মান তারেক রহমানের জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা মা-বোনদের স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড চালুর উদ্যোগ নিতে চাই : তারেক রহমান রমজানে একজন দক্ষ দাঈ হিসেবে গড়ে তোলার আয়োজন আস-সুন্নাহর ২৯ আসনে খেলাফত মজলিসের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ সিলেট-৩: মুসলেহ উদ্দীন রাজুকে সমর্থন জানিয়ে সরে গেলেন তিন প্রার্থী যে কারণে একের পর এক খুন করেন সম্রাট

৫ প্রার্থীর সংবাদ সম্মেলন শেষে নেতাকর্মীদের গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নরসিংদীর পাঁচটি আসনের বিএনপির প্রার্থীরা একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বর্তমান পরিস্থিতি তুলে ধরে সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলন শেষে ৬ নেতাকর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে।

এতে তারা বিএনপির নেতাকর্মীদের প্রচারে সরকারি দল ও পুলিশের বাধা, হামলা এবং তাদের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ করেছেন।

শুক্রবার (২১ ডিসেম্বর) দুপুরে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলনটি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের প্রার্থী ড. আব্দুল মঈন খানসহ অপর চার প্রার্থী এতে বক্তব্য দেন।

ধানের শীষের প্রার্থীরা অভিযোগ করেন, নরসিংদীর পাঁচটি আসনেই ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ছত্রছায়ায় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা, নির্বাচনী প্রচারে বাধা, গাড়ি ভাঙচুর ও হামলা চালাচ্ছে।

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেন, ‘এসব বিষয়ে নির্বাচন কমিশনে অভিযোগ দেয়ার চার দিন পরও কোনো পদক্ষেপ নেয়া হয়নি। তবে যতই মামলা-হামলা  চালানো হোক না কেন বিএনপির প্রার্থীরা নির্বাচনী মাঠ ছাড়বে না।’

তিনি বলেন, ‘এমন কোনো দিন নেই আমিসহ আমার নেতাকর্মীদের ওপর হামলা হচ্ছে না।

সংবাদ সম্মেলন শেষে বিএনপির নেতাকর্মীরা বের হওয়ার সময় অন্তত ১০ নেতাকর্মীকে গ্রেপ্তার করে নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশ, এমন দাবি করছেন দলের নেতারা। পুলিশ বলছে, তারা ৬ জনকে গ্রেপ্তার করেছে।

ইএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ