বুধবার, ২১ জানুয়ারি ২০২৬ ।। ৬ মাঘ ১৪৩২ ।। ২ শাবান ১৪৪৭

শিরোনাম :
রমজান ও নির্বাচন সামনে রেখে এলপিজি সরবরাহ নিশ্চিতের নির্দেশ অর্ধশতাধিক আসনে খেলাফত মজলিসের মনোনয়ন প্রত্যাহার হান্নান মাসউদকে সমর্থন জানিয়ে জামায়াত প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার মায়ের দোয়া অনুষ্ঠানে ইমামকে অনন্য সম্মান তারেক রহমানের জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা মা-বোনদের স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড চালুর উদ্যোগ নিতে চাই : তারেক রহমান রমজানে একজন দক্ষ দাঈ হিসেবে গড়ে তোলার আয়োজন আস-সুন্নাহর ২৯ আসনে খেলাফত মজলিসের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ সিলেট-৩: মুসলেহ উদ্দীন রাজুকে সমর্থন জানিয়ে সরে গেলেন তিন প্রার্থী যে কারণে একের পর এক খুন করেন সম্রাট

‘প্রধান নির্বাচন কমিশনার মেরুদণ্ডহীন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদাকে ‘মেরুদণ্ডহীন’ বলে অভিহিত করেছেন।

আজ মঙ্গলবার রাজধানীতে নিজের দলের প্রার্থীদের গণসংযোগে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন বলে জানা যায়।

চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম আরেো বলেন, সিইসি বারবার লেভেল প্লেয়িং ফিল্ডের কথা বললেও এখন পর্যন্ত রাজনৈতিক দলগুলোকে প্রচার ও গণসংযোগের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে পারেননি।

তিনি আজ মঙ্গলবার সকাল ১১টায় ঢাকা-১৮ আসনের প্রার্থীর পক্ষে আজমপুরে গণসংযোগ করেন। এছাড়া দুপুরে বাড্ডায়, বিকালে কাওরান বাজার ও আজিমপুর ছাপরা মসজিদ মাঠে পথসভায় অংশ নেন বলে জানা যায়।

এ চলমান পথসভায় চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, এখনও সময় আছে সুষ্ঠু নির্বাচনের জন্য সমান সুযোগ তৈরি করুন। অন্যথায় দেশবাসী বারবার আপনাদের ঘৃণাভরে স্মরণ করবে। এবারের নির্বাচন দশম জাতীয় সংসদ নির্বাচনের মতো হলে দেশ গৃহযুদ্ধের দিকে ধাবিত হবে।

ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, দুর্নীতি, দুঃশাসন, সন্ত্রাস, মাদক, দারিদ্র্য, বেকারত্বসহ জাতীয় সব সমস্যা থেকে মুক্তি পেতে হাতপাখা প্রার্থীদের বিজয়ী করতে হবে।

অবিলম্বে তিনি জুলুম-অত্যাচার, গ্রেফতার, হুমকি বন্ধ করে সব দলের প্রার্থীদের সমানভাবে নির্বাচনী প্রচার ও ভোটারদের সুষ্ঠুভাবে ভোট দেওয়ার সুযোগ সৃষ্টি করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

নির্বাচনী সহিংসতায় আমরা উদ্বিগ্ন: মার্কিন রাষ্ট্রদূত


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ