বুধবার, ২১ জানুয়ারি ২০২৬ ।। ৬ মাঘ ১৪৩২ ।। ২ শাবান ১৪৪৭

শিরোনাম :
রমজান ও নির্বাচন সামনে রেখে এলপিজি সরবরাহ নিশ্চিতের নির্দেশ অর্ধশতাধিক আসনে খেলাফত মজলিসের মনোনয়ন প্রত্যাহার হান্নান মাসউদকে সমর্থন জানিয়ে জামায়াত প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার মায়ের দোয়া অনুষ্ঠানে ইমামকে অনন্য সম্মান তারেক রহমানের জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা মা-বোনদের স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড চালুর উদ্যোগ নিতে চাই : তারেক রহমান রমজানে একজন দক্ষ দাঈ হিসেবে গড়ে তোলার আয়োজন আস-সুন্নাহর ২৯ আসনে খেলাফত মজলিসের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ সিলেট-৩: মুসলেহ উদ্দীন রাজুকে সমর্থন জানিয়ে সরে গেলেন তিন প্রার্থী যে কারণে একের পর এক খুন করেন সম্রাট

নির্বাচনে রোহিঙ্গা ক্যাম্প সিল করে দিতে হবে: ইসি সচিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  আসন্ন একাদশ জাতীয় একাদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে  নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ রোহিঙ্গা ক্যাম্প সিল করে রাখার নির্দেশনা দিয়েছেন।

তিনি বলেছেন, সামনের নির্বাচনকে কেন্দ্র করে রোহিঙ্গা শরনার্থীদের ভাড়া করে নিয়ে ভোট দেওয়ানোর একটা প্রবণতা বা সম্ভাবনা আছে। এ জন্য রোহিঙ্গারা নির্বাচনের দিন যাতে করে  ক্যাম্প থেকে বের হতে না পারে সেজন্য পুরো রোহিঙ্গা ক্যাম্পকে সিল করে দেয়ার আদেশ করেছেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চট্টগ্রাম বিভাগের মাঠপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হয়।লবার (১৮ ডিসেম্বর) চট্টগ্রাম নগ রীর ইন্টান্যাশনালকনভেনশন সেন্টারে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন।

এ সভায় নির্বাচন কমিশন সচিব ওই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য তিনি কক্সবাজার জেল    প্রশাসক এবং রিটার্নিং অফিসারকে সজাগ থাকার নির্দেশ দেন।

হেলালুদ্দীন আহমেদ আরো বলেন, প্রার্থীরা আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে অভিযোগ করছেন। এ কমপ্লেইনগুলো আমরা খতিয়ে দেখেছি। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সর্তক থাকতে হবে।

রিটার্নিং কর্মকর্তা চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আব্দুল মান্নানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব শাহাদাত হোসেন, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি খন্দকার গোলাম ফারুকসহ প্রশাসন ও আইনশৃংখলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

‘প্রধান নির্বাচন কমিশনার মেরুদণ্ডহীন’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ