মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ ।। ৬ মাঘ ১৪৩২ ।। ১ শাবান ১৪৪৭


একুশে টেলিভিশন ভবনে আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকার কারওয়ান বাজারে একুশে টেলিভিশন ভবনের নিচতলায় (জাহাঙ্গীর টাওয়ার) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে আগুনের সূত্রপাত হয়। এ ঘটনায় হতাহাতের কোনও খবর পাওয়া যায়নি।

ঢাকা ফায়ার সার্ভিস সদর দফতরের কন্ট্রোল রুমের ইন্সপেক্টর আতাউর রহমান  জানান, জাহাঙ্গীর টাওয়ারের পেছনের গলির একটা চায়ের দোকানে সিলিন্ডার বিস্ফোরেণ হয়।  আগুন প্রথম ও দ্বিতীয় তলায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আমাদের সাতটি ইউনিট সাড়ে ১০টার দিকে ঘটনাস্থলে পৌঁছে। বেলা ১১টার দিকে তারা আগুন নিয়ন্ত্রণে আনে।

ভবনটির ৬ থেকে ৯ তলা পর্যন্ত ইটিভি কার্যালয়। বাকি ফ্লোরগুলো বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যালয় হিসেবে ব্যবহার হচ্ছে।

এসএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ