মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ ।। ৬ মাঘ ১৪৩২ ।। ১ শাবান ১৪৪৭


হাসপাতালে এরশাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  হাসপাতালে নেয়া হয়েছে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদকে।

শুক্রবার রাতে তিনি সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসা নিতে গেলে চিকিৎসকরা তাকে রিলিজ দেননি। ভর্তি দিয়েছেন।

তবে এরশাদের এ চিকিৎসা নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ বলে জানা গেছে। শনিবার জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভ রায় বলেন, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে গত রাত (শুক্রবার দিনগত) থেকে সিএমএইচে আছেন হোসেন মুহম্মদ এরশাদ।

আজ (শনিবার) সকালে বাসায় ফিরতে চেয়েছিলেন। তবে তিনি বিশ্রাম নিয়ে বিকেলে বাসায় ফিরবেন বলেও জানা গেছে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে জোটগতভাবে নির্বাচন করছে জাতীয় পার্টি। এবার তিনটি সংসদীয় আসন থেকে নির্বাচন করতে চান এরশাদ।

‘নির্বাচনে নিরপেক্ষতার বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ