ফরিদ উদ্দিন
হেফাজতে ইসলামের আমির শায়খুল হাদিস আল্লামা শাহ আহমদ শফী জামিয়া আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার শাহি মসজিদে জুমার বয়ানে আজ দেশ ও জাতির উদ্দেশ্যে বয়ান পেশ করেন।
বয়ানে তিনি প্রকৃত দীন সম্পর্কে আলোচনা করেন। তিনি বলেন,
قال رسول الله صلي الله عليه وسلم الدين النصيحة قيل لمن قال لله ولرسوله ولاؤمة المسلمين ولعامتهم
অর্থাৎ দীন অর্থ (১) কল্যাণকামনা করা (কার জন্য) আল্লাহর জন্য তথা কুরআনের উপর আমল করা। (২) সুন্নাহ মোতাবেক আমল করা (৩) রাষ্ট্রচালককে সদোপদেশ দেওয়া (৪) জনসাধারণকে উপদেশ দেওয়া।
জামিয়ার শাহি মসজিদে জনসাধারণের সঙ্গে এমপি মন্ত্রীদের সমাগম ছিল। তিনি তাদের সকলকে নামাজ, দাড়ী রাখা ইত্যাদি বিষয়ের উপর জোর তাগিদ দেন।
পরিশেষে তিনি বলেন বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দাওয়াত দিয়েছি। অচিরেই চীন ও ভারতের প্রধান মন্ত্রীকে চিঠির মাধ্যমে দাওয়াত দেওয়ার ব্যাপারে আমি মনস্থ করছি।
আল্লাহ তায়ালা আমাদের ইসলামের জন্য কবুল ও মঞ্জুর করুন আমিন।
সম্পাদনা আবদুল্লাহ তামিম
তুর্কির কাসেম নানুতবি মাহমুদ আফেন্দির শিষ্য এরদোগান