রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
যেসব দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে  ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলো যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া জাগো হে কওমি তারুণ‍্য! রাতেই ঢাকাসহ তিন অঞ্চলে ঝড়ের আভাস অর্থনীতির মূল লক্ষ্য হতে হবে উদ্বৃত্ত সৃষ্টি: বাণিজ্য উপদেষ্টা চবির আরবি বিভাগের নতুন সভাপতি অধ্যাপক ড. গিয়াস উদ্দিন তালুকদার ডেঙ্গুতে একদিনে ১২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৪০ সিরাতকে ধারণের মাধ্যমেই সত্যিকার পরিবর্তন সম্ভব: ধর্ম উপদেষ্টা সিরাতুন্নবী (সা.) সাধারণ জ্ঞান প্রতিযোগিতার লাইভ ড্র অনুষ্ঠান ২৩ সেপ্টেম্বর জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সিরিয়ার প্রেসিডেন্ট

কাউসার আহমদ সুহাইলের কবিতা হৃদয়ের আর্তনাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হৃদয়ের আর্তনাদ
কাউসার আহমদ সুহাইল

নবী রাসূলের স্মৃতিধন্য
পূন্যভূমি ফিলিস্তিন,
মুসলমানদের প্রথম কিবলা
আজ কেনো রক্তে রঙ্গিন?

মুসলমানরা সেথায় কেনো
আজকে ভিটেমাটি হারা,
আর কতকাল চলবে এমন
নিষ্ঠুরতার করুণধারা?

অবুঝ শিশু কাঁদছে দেখো
কাঁদছে বাবা, মা, সন্তান,
প্রিয়জনের বিয়োগ ব্যাথায়
সেথায় ভারি হয় আসমান।

চোখে তাদের উপচে উঠে
কষ্ঠ নদীর উথাল ঢেউ,
তাদের দুঃখে টানবে বুকে
নেই কি এমন আপন কেউ?

করছে দেখো কত! অনাচার
জারজ রাষ্ট্র ইজরাইল,
নেই কি কেহ? টানবে লাগাম,
আনবে ডেকে আজরাইল।

কেনো সেথায় ইহুদীরা
পেয়ে যাবে এতোটা ছাড়,
ওআইসি আর আবর সংঘের
ছিলো তবে কি দরকার?

কি লাভ হয়ে বিশ^জুড়ে
দেড়’ শ কোটি মুসলমান,
তবু কেনো মোরা এতো অসহায়
কোথায় মোদের সে সম¥ান?

এতো জনপদ! এতো স¤পদ!
তবু কেনো মোরা নিঃশ^ হায়,
ভেবেছ কখনো নেই কি মোদের
কেনো শিকল আজ মোদের পায়?

সব আছে, নেই ঐক্য মোদের
সংহতি নেই পরস্পর,
তাইতো দেখো ভাঙ্গছে তারা
আমাদের সব সাজানো ঘর।

সিরিয়া, ইরাক,আরাকান আজ
মুসলমানের রক্তে লাল,
কাশ্মীর ,আফগান , ইয়ামেনে
চলছে বিষম দূর্বিকাল।

এতো সব দেখে, আছি বড় সুখে
আমরা কেমন মুসলমান,
ভূলে কি গিয়াছি নিজ পরিচয়
আছে কি রক্ত? আছে ইমান?

সময় এসেছে শ্লোগান তোলো
নতুন করে জাগবো আজ,
বিশ^ মুসলিম এক দেহ মোরা
এক পরিবার, এক সমাজ।

মুচে ফেলে সব বিবেদরেখা
অমিল না খুজে মিল খুজি,
স্বার্থের মুখে লাথি মেরে দাঁড়াই
এক কাতারে চোখবুজি।

আমাদের দেখে করবে কুর্নিশ
ইহুদী নাসারা কাঁপবে ফের,
আসবে আবার সালাহউদ্দীন
হাতে নিয়ে নাঙ্গা শামশের।

হবে ফিলিস্তিন আবার মোদের
আমরা গাইবো বিজয় গান,
বিশ্ববাসী দেখবে আবার
মুসলমানের সে সম্মান ।

তাই ভেদাভেদ ভূলে ঐক্য গড়ি
ডাক দিয়ে যাই সংহতির,
পৃৃথিবী আবার দেখবে বিজয়
অসহায় এ মুসলিম জাতির।

আরো পড়ুন- রোজার এ টু জেড : মুফতি মনসূরুল হক


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ