সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫ ।। ৭ আশ্বিন ১৪৩২ ।। ৩০ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করুন: সম্মিলিত খতমে নবুওয়াত পরিষদ গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে মরক্কোতে হাজারো মানুষের বিক্ষোভ দাওয়াত ও তাবলিগের নীরব বিপ্লব ফিলিস্তিনকে স্বীকৃতি দিলো যুক্তরাজ্য-কানাডা ও অস্ট্রেলিয়া গ্রেপ্তার এড়াতে বাস পাল্টায়, গন্ধে ১৪ কেজি গাঁজাসহ ধরা খেল তরুণী দুপুরের মধ্যে সাত অঞ্চলে ঝড়ের আভাস সত্তর হাজার কালেমা পড়লে কি মাগফিরাত পাওয়া যায়? ঢাবির হল রিডিংরুমে বসছে এসি, সংস্কার হবে ক্যান্টিনও: ডাকসু জিএস ধর্ষণে অন্তঃসত্ত্বা মাদরাসা ছাত্রী, অভিযুক্ত জামায়াতকর্মী গ্রেপ্তার. ইসলামকে একটি বার সুযোগ দেওয়ার অনুরোধ শায়খে চরমোনাইয়ের

৪ মিনিট কথা বললেন ওবামা-পুতিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

download-1আওয়ার ইসলাম: সিরিয়া ও ইউক্রেন ইস্যুতে চার মিনিটের এক সংক্ষিপ্ত আলোচনায় মিলিত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পেরুর রাজধানী লিমায় রোববার অনুষ্ঠিত এশিয়া-প্যাসিফিক ইকনোমিক কোঅপারেশন বা অ্যাপেকের শীর্ষ সম্মেলনের অবকাশে তাদের মধ্যে এ আলোচনা অনুষ্ঠিত হয়।

হোয়াইট হাউজ জানিয়েছে, আলোচনায় রাশিয়াকে ইউক্রেন বিষয়ক মিনস্ক চুক্তি মেনে চলতে পুতিনের প্রতি আহ্বান জানিয়েছেন ওবামা। একইসঙ্গে তিনি বলেছেন, সিরিয়া সংকট সমাধানের জন্য আলোচনা চালিয়ে যেতে হবে।

ওবামা ও পুতিনের এ আলোচনার ছবি এবং ভিডিও ফুটেজ আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হলেও এ ব্যাপারে রাশিয়ার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। লিমা সফর ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে বারাক ওবামার শেষ বিদেশ সফর।

আমেরিকায় গত ৮ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট নির্বাচিত হন। ওই নির্বাচনের আগে এক প্রচারাভিযানে ট্রাম্প রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে ‘অত্যন্ত ভালো সম্পর্ক’ স্থাপনের আগ্রহ প্রকাশ করে বলেন, ওবামার চেয়ে পুতিন ভালো মানের নেতা।

ওবামা এমন সময় ট্রাম্পের কাছে ক্ষমতা হস্তান্তর করতে যাচ্ছেন যখন শীতল যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পর থেকে এ যাবতকালের মধ্যে রাশিয়া ও আমেরিকার সম্পর্ক সবচেয়ে খারাপ পর্যায়ে নেমে গেছে। বিশেষ করে সিরিয়া ও ইউক্রেন সংকটে দেশ দু’টি পরস্পরের বিপরীত ফ্রন্টে অবস্থান নেয়ায় দ্বিপক্ষীয় সম্পর্কের এই বিশাল অবনতি হয়।

সূত্র: পার্স টুডে

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ