শনিবার, ১০ জানুয়ারি ২০২৬ ।। ২৬ পৌষ ১৪৩২ ।। ২১ রজব ১৪৪৭

শিরোনাম :
ইসিতে ৬৪৫ আপিল, শুনানি আজ থেকে বিশ্বজয়ী ও কৃতি হাফেজদের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠান স্মৃতির পাতায় হজরত মুফতি সাঈদ আহমদ পালনপুরী (রহ.)-এর শেষ দরস তারেক রহমান বিএনপির চেয়ারম্যান হওয়ায় জমিয়তের অভিনন্দন ও শুভেচ্ছা মাওয়া এক্সপ্রেসওয়েতে সংঘর্ষে বাসের ভেতরে মোটরসাইকেল, নিহত ২ রাজধানীতে ভয়াবহ গ্যাস সংকট, কেন ঢাকার বহু এলাকায় গ্যাস নেই? আগামী নির্বাচন ৫০ বছরের ভাগ্য নির্ধারণ করবে: ফাওজুল কবির খান স্বপ্নেই চিনেছিলেন সন্তানের কবর, ডিএনএ মিলল সেই গাছের নিচেই ভারতে এবার পশু চুরির অপবাদে মুসলিম ব্যক্তিকে গণপিটুনি দিয়ে হত্যা আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে ‘রেমিট্যান্স যোদ্ধাদের গাইডলাইন’ কর্মশালা অনুষ্ঠিত

মুসলিহে উম্মাহ আল্লামা মুফতি আব্দুল বারী রহ. স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| আল আমিন বিন সাবের আলী ||

আমিরে শরীয়ত হযরত হাফেজ্জী হুজুর রহ.-এর বিশিষ্ট খলীফা, মুফতি শফি রহ.- এর সুহবত ইয়াফতা প্রিয় ছাত্র, মাদারজাত অলী, জামিয়া আশরাফিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা মুহতামিম মোতাওয়াল্লী ও শায়খুল হাদিস, আমাদের প্রাণের স্পন্দন, সকলের শায়েখ, উস্তাজে মুহতারাম, মুসলিহে উম্মাহ মুফতি আব্দুল বারী রহিমাহুল্লাহ -এর জীবন ও কর্ম শীর্ষক বরেণ্যদের লেখায় ঋদ্ধ বৃহৎ কলেবরের স্মারকগ্রন্থের মোড় উম্মোচন হতে যাচ্ছে আগামী ৪ জানুয়ারি শনিবার।

জামিয়া আশরাফিয়া (মাদরাসা) সাইনবোর্ড -এর কৃতি শিক্ষার্থীদের সমন্বিত সংগঠন  "আবনাউল আশরাফিয়া" র ১০ম পুনর্মিলনী সম্মেলন (ফু্যালা সম্মেলন) উপলক্ষে ওই দিন গ্রন্থটির মোড়ক উম্মোচন অনুষ্ঠিত হবে।

দীর্ঘ সময়ের আকাঙ্ক্ষিত এ স্মারকগ্রন্থটির সম্পাদনা করেছেন কতিপয় বরেণ্য লেখক, প্রথিতযশা সাংবাদিকসহ জামিয়া আশরাফিয়া মাদরাসার এক ঝাঁক তরুণ লেখক ও বিজ্ঞ উস্তাদবৃন্দ।

উপমহাদেশের বরেণ্য এই মহা মনীষীকে নিয়ে প্রামাণ্য স্মারকগ্রন্থটি প্রকাশের উদ্যোগ গ্রহণ করে জামিয়া আশরাফিয়া মাদরাসার কৃতি শিক্ষার্থীদের সমন্বিত সংগঠন "আবনাউল আশরাফিয়া"। আর তাদের এ মহতি উদ্যোগকে স্বাগত জানিয়ে ‘মুসলিহে উম্মাহ আল্লামা মুফতি আব্দুল বারী রাহিমাহুল্লাহ ’ স্মারকগ্রন্থের সার্বিক তত্ত্বাবধান করেন জামিয়া আশরাফিয়া মাদরাসার বর্তমান মুহতামিম মোতাওয়াল্লী ও শাইখুল হাদিস, এবং বড় হুজুর রহ.-এর সুযোগ্য জানেশীন মুফতি মুফিজুল ইসলাম।

এসময় তিনি উক্ত স্মারকগ্রন্থের লেখক, সম্পাদক, প্রকাশক  ও পাঠক  সকলকে এ মাহেন্দ্রক্ষণে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে দোয়া করেন, যেন উক্ত গ্রন্থের মধ্যমণি আমাদের সকলের শাইখ মুসলিহে উম্মাহ আল্লামা মুফতি আব্দুল বারী রহিমাহুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামীন জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে নেন। আর এর মাধ্যমে আমাদের সকলকে তার উলূম, মা'আরেফ এবং তার রুহানি ফয়েজ ও বরকত লাভে ধন্য হওয়ার তৌফিক দান করেন। আমিন, ইয়া রব্বাল আলামিন।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ