বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫ ।। ১০ আশ্বিন ১৪৩২ ।। ৩ রবিউস সানি ১৪৪৭

শিরোনাম :
পুরস্কার বিতরণীর মাধ্যমে শেষ হলো দারুল উলূম সাতবাড়িয়ার বার্ষিক প্রতিযোগিতা  যারা শরিয়াহ বিরোধী বক্তব্য দেয় তাদেরকে প্রত্যাখ্যান করতে হবে : জমিয়ত মহাসচিব  মুরাদনগরে নূরানী তা'লীমুল কুরআন বোর্ডের উপজেলা কমিটি গঠন জুলাই সনদের আইনিভিত্তি ও গণহত্যার বিচারের পর নির্বাচন হবে : মাসুদ নেতানিয়াহুর ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করল স্লোভেনিয়া রক্তক্ষয়ী সংঘর্ষের পর লাদাখের কারগিলে ‘কমপ্লিট শাটডাউন’ পালন রাতে ঢাকায় হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা জামায়াত আমিরের সঙ্গে চাইনিজ পিপলস ইনস্টিটিউট প্রতিনিধির বৈঠক চট্টগ্রামে মসজিদ ও কবরস্থান রক্ষার দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ফ্যাসিবাদী অপশক্তির বিরুদ্ধে আরো কঠোর হওয়ার দাবি খেলাফত মজলিসের

প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ বাধ্যতামূলক করতে হবে : উপজেলা জমিয়ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষকের অনুমোদন বাতিল ও ধর্মীয় শিক্ষক বাধ্যতামূলক করার দাবি জানিয়েছেন জমিয়তে ওলামা ইসলাম বাংলাদেশ, মুরাদনগর উপজেলা শাখা'র সভাপতি মাওলানা মাহবুবুর রহমান

বুধবার ২৪ সেপ্টেম্বর বাদ আসর মুরাদনগর বাবুস সালাম মাদ্রাসায় আমেলা বৈঠকে এসব কথা বলেন তিনি 

মাওলানা মাহবুবুর রহমান বলেন মুসলিম সন্তানদের জন্য ইসলামের মৌলিক বিষয়গুলো শিক্ষা করা ফরজ। তাই একটি মুসলিমপ্রধান দেশে এটা একটি নৈতিক ও স্বাভাবিক জনচাহিদার দাবি হলো প্রাথমিক বিদ্যালয়গুলোতে ধর্মীয় শিক্ষার ব্যবস্থা থাকা এবং ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া।

তিনি আরও বলেন সিলেবাসে ধর্মীয় বই আছে, কিন্তু ধর্মীয় শিক্ষকের অভাবে যথাযথভাবে পাঠ দেওয়া যাচ্ছে না। বিভিন্ন সময়ে শোনা যাচ্ছে ইসলাম ধর্ম সম্পর্কে কিছু জানে না বা অন্য ধর্মের অনুসারীদেরকে দিয়েও ইসলাম ধর্ম নিয়ে শিক্ষকতার দায়িত্ব পালন করানো হচ্ছে। ধর্মীয় শিক্ষক নিয়োগের মাধ্যমে ইসলাম শিক্ষার মান নিশ্চিত করতে পারলে এটা নাগরিকদের নৈতিক মান উন্নত করবে, ইসলাম সম্পর্কে অসচেতনতা দূর হবে এবং অভিভাবকদের ভিতর আল কোরআনুল কারীম সহ ইসলামের মৌলিক শিক্ষা প্রদানের যে চাহিদা রয়েছে, তা-ও পূরণ করতে হবে।

 অতএব শিশুদের নৈতিক ও ধর্মীয় ভিত্তি গঠনের জন্য প্রাথমিক পর্যায়ে ধর্মীয় শিক্ষকের উপস্থিতি অপরিহার্য। শুধুমাত্র সাংস্কৃতিক শিক্ষার উপর গুরুত্ব দিয়ে ধর্মীয় শিক্ষাকে উপেক্ষা করা হলে ভবিষ্যৎ প্রজন্মের নৈতিক মূল্যবোধ দুর্বল হয়ে পড়বে।

এছাড়াও আমেলা বৈঠকে আরও উপস্থিত ছিলেন উপজেলা জমিয়তের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আবু হানিফ ,সহ-সভাপতি মুফতি সাদিকুল ইসলাম, মাওলানা হাফেজ মুহাম্মাদুল্লাহ ,মুফতি আব্দুল মুমিন,মুফতি আবুল ফারাহ ফরিদী ,মাওলানা আবু ইউসুফ, উপজেলা সেক্রেটারী মাওলানা আব্দুর রহমান আল মুজাফফার ,সাংগঠনিক সম্পাদক মাওলানা ইয়াহইয়া ইউনুসী ,যুগ্ম সংগঠনিক সম্পাদক মাওলানা আলমগীর হোসাইন, মাওলানা ওমর ফারুক ,হাফেজ আশিক এলাহি, প্রচার সম্পাদক মাওলানা আরিফ হাসান ,সহ প্রচার সম্পাদক মাওলানা জসিম উদ্দিন, মাওলানা মামুনুর রশিদ ,মাওলানা তাওহীদুল ইসলাম ,সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মাওলানা ইউসুফ সাহেব,সহ সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম মুরাদি,যুব বিষয়ক সম্পাদক মাওলানা ক্বারী জামাল উদ্দিন সিরাজী , প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মুফতি কামাল উদ্দিন, দপ্তর বিষয়ক সম্পাদক মুফতি তানজিল আহমদ খান,সহ দপ্তর বিষয়ক সম্পাদক মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা মাহবুবুর রহমান ও মাওলানা জাহিদুল ইসলাম প্রমূখ।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ