বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫ ।। ১০ আশ্বিন ১৪৩২ ।। ৩ রবিউস সানি ১৪৪৭

শিরোনাম :
পুরস্কার বিতরণীর মাধ্যমে শেষ হলো দারুল উলূম সাতবাড়িয়ার বার্ষিক প্রতিযোগিতা  যারা শরিয়াহ বিরোধী বক্তব্য দেয় তাদেরকে প্রত্যাখ্যান করতে হবে : জমিয়ত মহাসচিব  মুরাদনগরে নূরানী তা'লীমুল কুরআন বোর্ডের উপজেলা কমিটি গঠন জুলাই সনদের আইনিভিত্তি ও গণহত্যার বিচারের পর নির্বাচন হবে : মাসুদ নেতানিয়াহুর ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করল স্লোভেনিয়া রক্তক্ষয়ী সংঘর্ষের পর লাদাখের কারগিলে ‘কমপ্লিট শাটডাউন’ পালন রাতে ঢাকায় হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা জামায়াত আমিরের সঙ্গে চাইনিজ পিপলস ইনস্টিটিউট প্রতিনিধির বৈঠক চট্টগ্রামে মসজিদ ও কবরস্থান রক্ষার দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ফ্যাসিবাদী অপশক্তির বিরুদ্ধে আরো কঠোর হওয়ার দাবি খেলাফত মজলিসের

গানের শিক্ষক নিয়োগ বাতিল ও বাধ্যতামূলক ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে নোয়াখালীতে মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বুধবার (২৪ সেপ্টেম্বর) বাদ আছর, চৌমুহনী মোরশেদ আলম কমপ্লেক্স এর সামনে সচেতন ছাত্র সমাজ নোয়াখালী এর উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

উক্ত মানববন্ধন হেফাজতে ইসলাম বাংলাদেশ নোয়াখালী জেলা শাখার সহ-সভাপতি মাওলানা আব্দুল কবিরের সভাপতিত্বে, বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস নোয়াখালী জেলা উত্তরের সভাপতি শায়েখ ইউসুফ আল মাদানী, নোয়াখালী ৩ আসনের এমপি পদপ্রার্থী মাওলানা নুরুদ্দীন আমানতপুরী, মুহাম্মাদ আরাফাত বিন জাহাঙ্গীর, মাহবুব আলম ও জসিম উদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, "শিশুদের নৈতিক ও ধর্মীয় ভিত্তি গঠনের জন্য প্রাথমিক পর্যায়ে ধর্মীয় শিক্ষকের উপস্থিতি অপরিহার্য। শুধুমাত্র সাংস্কৃতিক শিক্ষার উপর গুরুত্ব দিয়ে ধর্মীয় শিক্ষাকে উপেক্ষা করা হলে ভবিষ্যৎ প্রজন্মের মূল্যবোধ দুর্বল হয়ে পড়বে।"

উপস্থিত বক্তারা সাম্প্রতিক প্রজ্ঞাপনের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন: অন্তর্বর্তীকালীন সরকারের গানের শিক্ষক নিয়োগের এই প্রজ্ঞাপন জনমানুষের সেন্টিমেন্ট বিরোধী এবং পতিত স্বৈরাচারের মতন একগুঁয়েমি আচরণের বহিঃপ্রকাশ।

অন্তবর্তীকালীন সরকারের এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে আগামী প্রজন্মের মধ্যে ধর্মহীনতার ব্যাপক প্রসারের আশঙ্কা রয়েছে।

মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- চরমটুয়া মাদরাসার শাইখুল হাদীস আল্লামা আবুল কাসেম আমিনী, বিশিষ্ট লেখক মাওলানা মমিনুল হক চৌধুরী নোয়াখালী ৩ (বেগমগঞ্জ) এর এমপি পদপ্রার্থী মাওলানা মোরশেদ আলম, জাতীয়বাদী ছাত্রদল নরোত্তমপুর ইউনিয়ন এর সভাপতি আবির মাহমুদ, ধন্যপুর মাদরাসার মুহাদ্দিস মুফতী গিয়াস উদ্দিন,  মাওলানা আবদুল্লাহ আল মারুফ, মাওলানা রহমতুল্লাহ আমিনী, মাওলানা সাইফুল ইসলাম ধর্মপুরী, মাওলানা বোরহান উদ্দিন হাক্কী, হাফেজ নুরুল আলম,  মাওলানা ফয়জুল্লাহ আখতারী, বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজ নোয়াখালীর সভাপতি আহমদ আইমান সহ প্রমুখ।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ