চট্টগ্রামের মারকাযুল হিদায়া মাদরাসার দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় মাদরাসার হল রুমে পরিচালক হাফেজ মাওলানা আরিফুল্লাহ শাহীর সভাপতিত্বে ফলাফল ঘোষণা করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মারকাযুল হিদায়া মাদরাসার উপদেষ্টা, চট্টগ্রাম জমিয়াতুল ফালাহ মসজিদের ইমাম ও আগ্রাবাদ পুলিশ লাইন জামে মসজিদের খতিব, হাফেজ মাওলানা মনসুরুল হক জিহাদী।
আরও উপস্থিত ছিলেন ফয়জুল আবরার মাদরাসার পরিচালক মাওলানা জসিম উদ্দিন, সার্কিট হাউস জামে মসজিদের ইমাম মাওলানা আবদুর রাজ্জাক, আলোর প্রভাতের নির্বাহী সম্পাদক মাওলানা মাসরুরুল হক প্রমূখ।
ছাত্রদের উদ্দেশে প্রধান অতিথি মাওলানা মনসুরুল হক জিহাদী বলেন, ছাত্রদের বড় হওয়ার স্বপ্ন নিয়ে সামনে এগোতে হবে। দেশ জাতি মানবতার সেবায় নিয়োজিত হওয়ার জন্য নিজেকে যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে। যোগ্যতা অর্জনের জন্য ভালো করে লেখাপড়া করে, উস্তাদ এবং মা বাবার সেবা করে নিজেকে যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে।
আরএইচ/